বগুড়ায় বাসা থেকে সরকারি কলেজের এক প্রভাষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে শহরের চক ফরিদ এলাকায় ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের নাম ফাবিয়া তাসনিম সিধি (২৯)। তিনি বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক। দেড় বছর আগে তিনি কলেজটিতে যোগদান করেন। এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান।
পরিবার সূত্রে জানা গেছে, অবিবাহিত ফাবিয়া মাকে নিয়ে শহরের চক ফরিদ এলাকায় ডা. রাশেদুল হাসানের বাড়িতে ভাড়া থাকতেন। কয়েক দিন আগে তার মা গ্রামের বাড়ি ময়মনসিংহে যান। বৃহস্পতিবার দুপুরের পর থেকে মেয়েকে ফোনে না পেয়ে রাত ১০টার দিকে বগুড়া আসেন। ডাকাডাকি করে দরজা না খোলায় পুলিশ ডাকা হয়। পুলিশ বাসার দরজা ভেঙে ঘরে ঢুকে বাথরুমে ফাবিয়ার মরদেহ পায়।

