নরসিংদীর বেলাবতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলÑ বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বেলাব পাইলট মডার্ন সরকারি মডেল হাই স্কুলের মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বেলাব উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাওসারের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এসএম শৈবালের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলÑ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নুল আবদীন, কেন্দ্রীয় বিএনপির সহস্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মো. আব্দুল কাদির ভূইয়া জুয়েল, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফেরদৌস আহমেদ খোকন, বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তারেক আল হোসাইন ভূঞা, নরসিংদী জেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ, নরসিংদী জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, বেলাব উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম আঙ্গুর (মাস্টার) বেলাব উপজেলা যুবদলের সদস্যসচিব শেখ বিপ্লব হোসেন, বেলাব উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কয়েস মিয়া, বেলাব উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আকাশ মিয়া, আবদুল কাদির জিলানী রাকিব, হাজী জাকির হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

