কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ১৪ বোতল ফেনসিডিল ও ৬ বোতল ইস্কাফ সিরাপ এবং একটি মোটরসাইকেল জব্দ করে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ১১টার দিকে অনন্তপুর বিওপির আওতাধীন কদমতলা এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় ওই এলাকায় মোটরসাইকেলযোগে একজনকে আসতে দেখে বিজিবির টহলদল তাকে থামতে সংকেত দিলে চালক মোটরসাইকেল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করে ভারতীয় ইস্কাফ সিরাপ ৬ বোতল এবং ১৪ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মোটরসাইকেলটিও জব্দ করে বিজিবি। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, অনন্তপুর সীমান্তে মাদকদ্রব্য ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পলাতক চোরাকারবারির তথ্য সংগ্রহপূর্বক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

