বাগেরহাটের ফকিরহাটে দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি শেখ মজিবর রহমান (৬৫) গ্রেপ্তারের অল্প সময় পর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি ফকিরহাট উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মৃত শেখ ইনতাজের ছেলে এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য।
পুলিশ জানায়, বুধবার রাত ১টার দিকে শেখ মজিবর রহমানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। রাত ৩টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাওন কুমার দাশ বলেন, অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন