শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণই ভরুয়া পাড়ায় শামিম ড্রাইভারের বাড়ির সামনে চলমান এক বাউল গানের অনুষ্ঠানে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এতে বাউল গানের আসরটি বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১১টার দিকে আকস্মিক এই হামলায় উপস্থিত দর্শকরা হতভম্ব হয়ে পড়েন এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক অশ্লীল গালাগালি করতে করতে বাউল গানের আসরের সরঞ্জাম ভাঙচুর করছে।
ঘটনার পর স্থানীয়রা ও আয়োজকরা দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
আয়োজক কমিটি জানায়, তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে সদর থানার পুলিশকে অবহিত করেছেন।

-20251212065613.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন