ঈশ্বরগঞ্জ উপজেলার জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদ্রাসার ৭৫তম ইসলামী সম্মেলনে এক দিনে কোটি টাকারও বেশি দান-মান্নত উঠেছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ বিভিন্ন দান গণনা করে মোট ৯৫ লাখ টাকার হিসাব ঘোষণা করেছে।
এ ছাড়া আরও ১০ লাখ টাকার মালপত্র বিক্রির জন্য রাখা হয়েছে। দানে গরু-ছাগল, হাঁস-মুরগি এবং স্বর্ণালংকারসহ বিভিন্ন ধরনের উপহার ছিল।
সম্মেলনের কার্যক্রম গত বুধবার আসরের পর থেকে শুরু হয় ওলামায়ে কেরামদের বয়ান দিয়ে। বৃহস্পতিবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে সম্মেলন শেষ হয়। এতে অংশ নেন প্রায় দুই থেকে তিন লাখ মানুষ।
ভোলার চরফ্যাশন থেকে আসা মাহমুদ কলি বলেন, বহুদিন শুনেছি ইসলামপুর মাদ্রাসার মাহফিল দেশের বড় সম্মেলনগুলোর মধ্যে একটি। এবার এসে সত্যিই তার প্রমাণ দেখেছি।
মাদ্রাসার মুহতামিম মাহমুদুল হক আযীযী জানান, এবারও দান-মান্নতে কোটি টাকার বেশি উঠে গেছে। এসব অর্থ এতিম ও গরিব ছাত্রদের শিক্ষার জন্য ব্যবহার করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন