বরগুনার আমতলীতে নবম শ্রেণির এক ছাত্রীকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা প্রতিহত করায় মাদ্রাসা সুপার মাওলানা আবু তাহের মারধরের শিকার হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে মানিকঝুড়ি মোহাম্মদপুর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সামনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন মোশাররফ হোসেন হাওলাদারের ছেলে জোবায়ের হোসেন বাবু। বুধবার ছুটির পর ছাত্রীটি বাড়ি ফেরার পথে জোবায়ের ও তার সহযোগী ইমরান তাকে জোর করে মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করেন। ছাত্রীটি দৌড়ে মাদ্রাসার সামনে আশ্রয় নিলে সুপার আবু তাহের ও শিক্ষক ফরিদুল ইসলাম বাধা দেন।
অভিযোগ রয়েছে, ক্ষিপ্ত হয়ে তারা সুপার আবু তাহেরকে মারধর করেন এবং শিক্ষক ফরিদুল ইসলামকেও লাঞ্ছিত করা হয়। ঘটনাস্থলে আরও ১০-১২ জন উপস্থিত ছিলেন।
আহত আবু তাহের স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন এবং রাতেই জোবায়ের হোসেন বাবুকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ছাত্রী জানিয়েছেন, জোবায়ের নিয়মিতভাবে তাকে উত্ত্যক্ত করত।
আমতলী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, এবং কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানিয়েছেন, থানার ওসিকে আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন