লিওনেল মেসির বৃহস্পতি এখন তুঙ্গে। টানা ম্যাচে গোল করেই যাচ্ছেন। মেজর লিগ সকারে (এমএলএস) গোলের নেশায় যেন পেয়ে বসেছে মেসিকে! আরও একবার মাঠে নেমে জোড়া গোল করলেন এই ফুটবল জাদুকর। বাড়িয়ে নিলেন টানা গোল করার রেকর্ডও। ঘরের মাঠে সর্বশেষ হওয়া ম্যাচটিতে ন্যাশভিলকে ২-১ গোলে হারায় ইন্টার মায়ামি। দলের জয়ে একাই গোল ২টি করেন আর্জেন্টাইন মহাতারকা। এমএলএসে টানা পাঁচ ম্যাচে ২টি করে গোল করলেন ৩৮ বছর বয়সি বিশ^কাপজয়ী ফরোয়ার্ড। লিগের ইতিহাসে টানা চার ম্যাচে একাধিক গোলের নজিরও নেই আর কোনো ফুটবলারের। মেসির এই গোলযাত্রা শুরু হয় গত মে মাসে। মন্ট্রিয়লের বিপক্ষে দলের ৪-২ ব্যবধানে জয়ের ম্যাচে ২টি গোল করেন তিনি। পরে কলম্বাস ক্রুর বিপক্ষে ৫-১ ব্যবধানের জয়ে করেন ২টি গোল। ফিফা ক্লাব বিশ^কাপ থেকে বিদায় নেওয়ার পর গত রোববার মন্ট্রিয়লের বিপক্ষে ৪-১ গোলের জয়ে চোখ ধাঁধানো ২টি গোল করেন আটবারের ব্যালন ডি’অর বিজয়ী। নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষেও পরে দুবার জাল কাঁপান তিনি। সেই ধারায় এবার মেসির জোড়া গোলের শিকার ন্যাশভিল। সব মিলিয়ে লিগে ১৬ ম্যাচে ১৬ গোল করে ন্যাশভিলের স্যাম সারিজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। এর সঙ্গে ৭টি অ্যাসিস্টও আছে তার। ম্যাচে সার্বিকভাবেই প্রতিপক্ষকে তেমন লড়াই করতে দেয়নি মিয়ামি। গোলের জন্য ৯টি শট করে ৫টি লক্ষ্যে রাখে তারা। বিপরীতে ন্যাশভিলের ৮ শটের ২টি ছিল জাল বরাবর। ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যেতে পারত মিয়ামি। ডি-বক্সের কোনা থেকে লুইস সুয়ারেসের আলতো চিপ অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ১৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নিচু করে নেওয়া ফ্রি-কিকে জাল খুঁজে নেন মেসি। ফ্রি-কিক থেকে আর্জেন্টাইন জাদুকরের ক্যারিয়ারে এটি ৬৯তম গোল। দ্বিতীয়ার্ধে ফিরে ৪৯ মিনিটে হ্যারি মুখটারের চমৎকার হেডে সমতা ফেরায় ন্যাশভিল। দলকে আবার এগিয়ে দিতে সময় নেননি মেসি। এতে অবশ্য ভাগ্যের সহায়তাও পান তিনি। ৬২ মিনিটে নিজ দলের খেলোয়াড়কে পাস দিতে গিয়ে মেসির পায়ে বল তুলে দেন ন্যাশভিল গোলরক্ষক। বক্সের ভেতরে ঢুকে অনায়াসেই বল জালে জড়ান মেসি। এই পরাজয়ে থামল সব প্রতিযোগিতা মিলিয়ে ন্যাশভিলের টানা ১৫ ম্যাচের অপরাজেয় যাত্রা। ১৯ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে এখন পঞ্চম স্থানে মিয়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে আছে তারা। তবে ক্লাব বিশ্বকাপে ব্যস্ত থাকায় মিয়ামি তিনটি ম্যাচ কম খেলেছে।
আপনার মতামত লিখুন :