ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে গত বছর এসএসসিতে গণিত বিষয়ে ফেল করেছিলেন এক পরীক্ষার্থী। এবার শুধু সেই গণিত পরীক্ষা দিলেও তিন বিষয়ে ফেল এসেছে তার। একই ধরনের সমস্যায় পড়েছে ওই প্রতিষ্ঠানের আরও ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী।
সম্প্রতি এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলে এমন তথ্য সামনে আসে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা গণমাধ্যমকে বলেন, সমস্যা সমাধানের জন্য কলেজের অধ্যক্ষকে সময় দেওয়া হয়েছে।
ভুক্তভোগী নাজমুল ইসলাম জানান, গত বছর এসএসসিতে গণিত বিষয়ে ফেল করেছিলেন তিনি। এবার আবারও গণিত বিষয়ে পরীক্ষা দেন। কিন্তু ফলে গণিত, কৃষি ও ট্রেড-২—তিন বিষয়ে ফেল এসেছে তার। তাই নাজমুলের ভবিষ্যৎ নিয়ে তার পরিবার দুশ্চিন্তায় পড়েছে।
একই ধরনের জটিলতায় পড়েছে একই প্রতিষ্ঠানের আরও ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী। ভুক্তভোগী পরীক্ষার্থীরা বলছেন, সমস্যার কথা প্রতিষ্ঠান প্রধানকে জানালেও তিনি কোনো সমাধান দিতে পারছেন না।
একই সমস্যা নিয়ে পলিটেকনিক অফিসে যোগাযোগ করে ফিরে যাচ্ছিলেন রহিদুল ইসলাম নামে এক অভিভাবক। তিনি জানান, অফিস থেকে পরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
তবে অন্য কয়েকজন শিক্ষক জানান, বিষয়টি নিয়ে তারা বোর্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন