শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০২:৪৯ এএম

পুলিশের বাধার মুখে এসএসসি অকৃতকার্যদের ‘মার্চ টু সচিবালয়’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০২:৪৯ এএম

পুলিশের বাধার মুখে এসএসসি  অকৃতকার্যদের ‘মার্চ টু সচিবালয়’

চার দফা দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ শেষে এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে তারা শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় তারা পুলিশের সঙ্গে বাগি¦ত-ায় জড়িয়ে পড়ে। পুলিশ কর্মকর্তারা পরে তাদের বুঝিয়ে চার সদস্যের প্রতিনিধিদলকে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার আশ্বাস দেন। 

এর আগে গতকাল দুপুরে রাজধানীর বকশিবাজারে ঢাকা বোর্ডের সামনে জড়ো হয় ফেল করা শিক্ষার্থীরা। সেখানে তারা প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে বিক্ষোভ করে। তবে বোর্ড কর্তৃপক্ষের সাড়া না পেয়ে সেখান থেকে সচিবালয়ের দিকে যাত্রা করে।

বিক্ষোভকারীরা বলে, শিক্ষা কার্যক্রমের সবকিছু সংস্কার না করে শুধু এসএসসির ফলাফলে সংস্কার করা হয়েছে। এতে বেশি শিক্ষার্থী ফেল করেছে। দ্রুত আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। কলেজে ভর্তির নিশ্চয়তা দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। বিক্ষোভ শেষে তারা বোর্ডের চেয়ারম্যান ড. খন্দোকার এহসানুল কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন। 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা  ঢাকা বোর্ডের  চেয়ারম্যান এহসানুল কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের জানিয়েছেন, এ বিষয়ে বোর্ডের কিছু করার নেই। মন্ত্রণালয় যেভাবে নির্দেশ দেবে, শিক্ষা বোর্ড সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে। তাই আমরা সচিবালয়ে এসেছি। কিন্তু সচিবালয়ে আসার পথে আমরা পুলিশি বাধার সম্মুখীন হয়েছিলাম। পরে পুলিশ আমাদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলকে সচিবালয়ের ভেতরে প্রবেশ করার অনুমতি দিয়েছে। 

শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হলোÑ প্রশ্নপত্রের বৈষম্য দূর করতে হবে, বোর্ডভেদে প্রশ্নের মান ও জটিলতায় যে অসামঞ্জস্যতা ছিল, তা বিচার করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। যারা অকৃতকার্য হয়েছে, তাদের জন্য অতিরিক্ত সাপ্লিমেন্টারি পরীক্ষার দ্রুত ব্যবস্থা করতে হবে, যাতে তারা অ্যাকাডেমিক বছর হারিয়ে না ফেলে। এমসিকিউ ও সিকিউ উভয় অংশ মিলিয়ে পাসের ব্যবস্থা করতে হবে; পৃথকভাবে পাসের বাধ্যবাধকতা তুলে দিয়ে সামগ্রিক মূল্যায়নে পাস বিবেচনা করতে হবে। অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে। যেহেতু সাপ্লিমেন্টারি পরীক্ষা হতে পারে, সেহেতু পরীক্ষা শুরু এবং ফলাফল প্রকাশে কয়েক মাস সময় লাগতে পারে। তাই প্রাথমিকভাবে শিক্ষার্থীরা কলেজে ভর্তি না হতে পারলেও প্রতিশ্রুতি দিতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরবর্তীতে কলেজে অ্যাডমিশন নিতে পারবে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!