রাজধানীর ডেমরার ভুট্টো চত্বর এলাকায় গতকাল বৃহস্পতিবার নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পর্শে দুই শ্রমিক মারা গেছেন। তারা হলেন রফিকুল ইসলাম (২৬) ও শফিকুল ইসলাম (২৬)। এই ভবনের সাবকন্ট্রাক্টর রফিকুলের বাবা ইউসুফ আলী বলেন, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে ডেমরার ভুট্টো চত্বরের ৮ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় রড বাঁকা করার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে দুজন অচেতন হয়ে পড়েন। সংজ্ঞাহীন অবস্থায় তাদের উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ দুটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়। রফিকুল ও শফিকুলের বাড়ি কুড়িগ্রামের কচাকাটা থানার মীরকা বাড়িতে। তারা নির্মাণাধীন ভবনটির পাশেই একটি কক্ষ নিয়ে থাকতেন। শফিকুলের বাবা মৃত রমিজ উদ্দিন।
আপনার মতামত লিখুন :