ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

একই গ্রুপে ভারত-পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০২:৫৪ এএম

আগামী ১৫ থেকে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা হবে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের আসর। এই টুর্নামেন্টে অংশ নেবে মোট ৭টি দল। গতকাল ঢাকায় এই টুর্নামেন্টের ড্র হয়েছে। এই ড্রয়ে একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বাংলাদেশের গ্রুপে পড়েছে শ্রীলঙ্কা।

২০২৪ সালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের ফলাফল অনুযায়ী ড্রয়ের পট সাজানো হয়। শ্রীলঙ্কা স্বাগতিক হিসেবে প্রথম পটে ছিল ভারতের সঙ্গে। ড্রতে শ্রীলঙ্কা ‘এ’ গ্রুপের প্রথম এবং ভারত ‘বি’ গ্রুপের প্রথম দল হয়। দ্বিতীয় পটে ছিল বাংলাদেশ ও পাকিস্তান।

সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে বাংলাদেশ ও নেপালের কোচ ড্রয়ের পট তোলেন। কোচ পিটার বাটলার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাংলাদেশের নাম তোলেন প্রথমে। নেপালের কোচ গ্রুপ পটের মধ্যে ‘এ’ তুললে বাংলাদেশ সেই গ্রুপে পড়ে। ফলে স্বাভাবিকভাবে পটের অন্য দল পাকিস্তান ‘বি’তে পড়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে। একইভাবে তৃতীয় পট থেকে নেপাল ‘এ’ আর ভুটান ‘বি’তে পড়ে। শেষ পটে ছিল মালদ্বীপ। মালদ্বীপ যে গ্রুপে পড়বে, সেই গ্রুপে চার দল হবে।

সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের ম্যাচ কমিশনার আসিফ আনসারী গ্রুপ পট থেকে ‘বি’ তোলেন। এতে বাংলাদেশের গ্রুপটি তিন দলের হয়। ‘এ’ গ্রুপে তিন দল হওয়ায় ৩টি ম্যাচ। ‘বি’ গ্রুপে চার দল থাকায় ৬টি ম্যাচ হবে। সেমিফাইনালে উঠবে দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ। বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট উপলক্ষে দ্রুতই অনুশীলন শুরু করবে।