বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০১:৪৮ এএম

বাংলাদেশের প্রশংসায় রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০১:৪৮ এএম

বাংলাদেশের প্রশংসায় রমিজ রাজা

প্রথমবারের মতো বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। এরই মধ্যে সালমান আগাদের একহাত নিলেন রমিজ রাজা। সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার বাংলাদেশের প্রশংসা করে বলেছেন, কঠিন উইকেটে কীভাবে ব্যাটি-বোলিং করতে হয়ে, সেটি বাংলাদেশ থেকে শেখা উচিত পাকিস্তানকে। নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ কথা বলার সময় বাংলাদেশ দলের প্রশংসাও করেছেন তিনি। চলমান সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্বে আছেন রমিজ রাজা।

বর্তমানে ঢাকাতেই আছেন তিনি। পাকিস্তানের এই সাবেক অধিনায়ক বলেন, ‘ম্যাচ ও সিরিজÑ দুটিই পাকিস্তানের হাত থেকে ফসকে গেছে। বাংলাদেশকে অনেক অনেক শুভেচ্ছা। তারা আবারও পাকিস্তানকে একটা শিক্ষা দিল। কীভাবে কঠিন উইকেটে আপনার ব্যাটিং-বোলিং করা উচিত (সেটা শিখিয়েছে)।’ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শেষের দিকে ক্যাচ ছেড়ে পাকিস্তানকে সুযোগ দিয়েছিল বাংলাদেশ। কিন্তু ফাহিম আশরাফ সুযোগটা কাজে লাগাতে পারেননি।

এ নিয়ে আক্ষেপ রমিজের কণ্ঠে, ‘শেষের দিকে বাংলাদেশ কিছু ক্যাচ মিস করেছে। যদি ফাহিম আশরাফ আউট না হতো, তাহলে পাকিস্তান ম্যাচটা জিততেও পারত। কিন্তু নিজেদের জন্য কাজটা তারা অনেক কঠিন করে ফেলেছিল।

প্রথম ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ফেলা মানে ১৩৪ রানের লক্ষ্যকে দ্বিগুণ কঠিন করে ফেলা।’ এবার বাংলাদেশ সফরে বড় ধাক্কা খাওয়া পাকিস্তানকে ঘুরে দাঁড়ানোর মন্ত্র জানিয়ে দিলেন রমিজ। তিনি বলেন, ‘জাকের আলীর সৌজন্যে বাংলাদেশ প্রথমে ঠিকঠাক রান সংগ্রহ করেছে। এরপর তারা বোলিংও দুর্দান্ত করেছে এবং ম্যাচ জিতে নিয়েছে। পাকিস্তানের আসলে কী করা উচিত? দেখুন, এ ধরনের দল যখন আপনি খেলাবেন, তারা ব্যাটিং উইকেট হয়তো কিছু করে দেখাতে পারবে। কিন্তু কঠিন উইকেটে আপনার দরকার কৌশলগত দিক থেকে ভালো মানের ব্যাটসম্যান। কয়েকজন অভিজ্ঞ বোলার আপনার প্রয়োজন। পাশাপাশি একজন নিয়মিত স্পিনার কম ছিল। উইকেট নিতে হলে একাদশে এমন একজন স্পিনার দরকার।’

বাংলাদেশের পারফরম্যান্সের বেশ প্রশংসা করে ৬২ বছর বয়সি রমিজ বলেন, ‘বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। মাঠে ভরপুর দর্শক ছিল, আত্মবিশ্বাসও ছিল তুঙ্গে। পাশাপাশি ওদের ব্যাটিং তৃপ্তিদায়ক ছিল। বিশেষ করে জাকের আলী দারুণ ব্যাটিং করেছে। সব মিলিয়ে বাংলাদেশের সামগ্রিক পারফরম্যান্স খুবই সন্তোষজনক ছিল। পাকিস্তানকে এখন হার থেকে শিক্ষা নিতে হবে এবং এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করতে হবে।’

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!