ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫

এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০২:৪৯ এএম

ঢাকায় হওয়া সভা শেষে এশিয়া কাপ নিয়ে পরিষ্কার কিছু জানাতে পারেননি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি। তবে এশিয়া কাপ যে হবে, এটা তিনি নিশ্চিত করেছেন। শিগগির এশিয়া কাপের সূচি ঘোষণা করা হবে। ভারতের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরই মধ্যে ভারতের সংবাদমাধ্যমের খবর, এশিয়া কাপের সূচি দ্রুত ঘোষণা করতে যাচ্ছে টুর্নামেন্টের আয়োজক দেশ ভারত। এবার এশিয়া কাপে ভারত-পাকিস্তানের একই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা বেশি। এসিসির একটি সূত্র ভারতের বার্তা সংস্থা পিটিআইকে বলেছে, এশিয়া কাপ আরব আমিরাতে আয়োজন করবে ভারত। দুবাইয়ে নিজেদের সব ম্যাচ খেলবে ভারত।

তবে সূচি নিয়ে এখনো আলোচনা চলছে। টাইমস অব ইন্ডিয়া, নিউজ ১৮ ও ইন্ডিয়া টুডে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এবার এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের একই গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাই বেশি। ৮ দল নিয়ে টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে একই গ্রুপে ভারত-পাকিস্তানের থাকার অর্থ হলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে অন্তত দুবার মুখোমুখি হতে দেখা যাবে। গ্রুপ পর্বের পর সুপার সিক্সে মুখোমুখি হবে দুই দল। ফাইনালে উঠলে সেটি হবে তৃতীয় মুখোমুখি, যা সম্প্রচারকারীদের আরও বেশি আয়ের সুযোগ তৈরি করবে। গত ২২ এপ্রিল পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর যুদ্ধ পরিস্থিতিতে চলে গিয়েছিল ভারত ও পাকিস্তান। তারপর এবার এশিয়া কাপেই প্রথম মুখোমুখি হবে দুই প্রতিবেশী।

গত ফেব্রুয়ারি ও মার্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বে সেই ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় ভারত। ইন্ডিয়া টুডেকে সূত্র জানিয়েছে, টুর্নামেন্টের সূচি এ ভেন্যু চূড়ান্ত করতে আগামী কয়েক দিনের মধ্যে আলোচনার টেবিলে বসবেন বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা এবং এসিসি ও পিসিবি সভাপতি মহসিন নাকভি। ৭ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্টটি শুরু করার পরিকল্পনা হচ্ছে।