ব্রাজিল এবং কলম্বিয়া উভয় দলই মেয়েদের কোপা আমেরিকার সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে, যদিও শেষ গ্রুপ পর্বের ম্যাচে তাদের মধ্যে গোলশূন্য ড্র হয়। এই ড্রয়ের পরও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রাখল ব্রাজিল।
এই ম্যাচটি বিশেষত ব্রাজিলের জন্য চ্যালেঞ্জিং ছিল কারণ তাদের গোলরক্ষক লোরেনা ডি সিলভা ম্যাচের মাত্র ২৪ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, যার ফলে সেলেসাও মেয়েরা ১০ জনের দল নিয়ে বাকিটা সময় খেলে।
কলম্বিয়ার দ্রুতগতির কাউন্টার অ্যাটাক রুখতে গিয়ে ব্রাজিলের গোলরক্ষক লোরেনা ডি সিলভা বক্সের বাইরে বল ধরে ফেলেন। সহকারী রেফারি মারিয়ানা আকুইনোর সাথে পরামর্শ করার পর রেফারি মিলাগ্রোস আরুয়েলা তাকে লাল কার্ড দেখান।
লোরেনার পরিবর্তে ক্লদিয়া মাঠে নামলেও, ব্রাজিলকে একজন কম খেলোয়াড় নিয়েই পুরো ম্যাচ খেলতে হয়।
১০ জনের ব্রাজিল দলের বিরুদ্ধেও কলম্বিয়া ডেডলক ভাঙতে পারেনি। ভ্যালেরিন লোবোয়া এবং মায়রা র্যামিরেজের বেশ কিছু প্রচেষ্টা ব্যর্থ হয়।
ম্যাচ শেষে লোবোয়া জানান, আজ অনেক কঠিন ম্যাচ ছিল, অনেক ক্লান্তিদায়কও। আমরা জিততে চেয়েছিলাম, তবে আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে।
অন্যদিকে, একজন কম খেলোয়াড় নিয়েও হার এড়াতে পারায় ব্রাজিলের তারকা গাবি পোর্তিলহো সন্তুষ্ট। তিনি বলেন, আমরা জানতাম কঠিন ম্যাচ অপেক্ষা করছে।
তবে একজন কম নিয়ে খেলে এই ফলাফলে আমরা গর্বিত। এখন কিছুটা বিশ্রাম নিয়ে সেমিফাইনাল নিয়ে ভাবতে হবে।
এই ম্যাচের আগেই ব্রাজিল টানা তিন জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল। কলম্বিয়ার অবশ্য কিছুটা অনিশ্চয়তা ছিল, কিন্তু ব্রাজিলের সাথে ড্র করার পর ৪ ম্যাচে ২টি জয় ও ২টি ড্র নিয়ে তারা 'বি' গ্রুপের রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে।
'বি' গ্রুপে ব্রাজিল ৩ জয় ও ১ ড্র নিয়ে ১০ পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, আর কলম্বিয়া ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
অন্যদিকে, 'এ' গ্রুপ থেকে আর্জেন্টিনা ৪ ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ৭ পয়েন্ট নিয়ে উরুগুয়ে এই গ্রুপের রানার্সআপ।
সেমিফাইনালের সময়সূচী
প্রথম সেমিফাইনাল: 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে 'বি' গ্রুপের রানার্সআপ কলম্বিয়ার। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার ভোর ৬টায়।
দ্বিতীয় সেমিফাইনাল: 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল লড়বে 'এ' গ্রুপের রানার্সআপ উরুগুয়ের বিপক্ষে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার ভোর ৬টায়।