নারী কোপা আমেরিকায় দাপুটে ফুটবলের ছন্দ ধরে রেখে ফাইনালে উঠেছে ব্রাজিল। বুধবার সকালে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে ৫-১ গোলে হারায় ব্রাজিলিয়ানরা। এই জয়ে পঞ্চমবারের মতো নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল তারা।
এর আগে টানা চারবার ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা জিতেছে ব্রাজিলের মেয়েরা। আগামী শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ৩টায় ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া। গত আসরেও ফাইনালে এ দুই দল মুখোমুখি হয়েছিল। তবে শিরোপা ধরে রাখে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল।
এ পর্যন্ত নারী কোপা আমেরিকার ৯টি আসর হযেছে। এর মধ্যে আটবারই শিরোপা জিতেছে ব্রাজিলের মেয়েরা। এর মধ্যে একবার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা নারী দল। এবার সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে আর্জেন্টিনা। ফলে ব্রাজিলের সামনে নবম কোপা আমেরিকা জয়ের হাতছানি। এবার চ্যাম্পিয়ন হলে টানা পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলবে ব্রাজিলের মেয়েরা।
এবার গত আসরের ফাইনালকেই যেন মনে করিয়ে দিচ্ছে। ২০২২ কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিক কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল। সেই কলম্বিয়াকে আবার ফাইনালে পেল তারা। ইকুয়েডরের রাজধানী কুইটোতে ফাইনালে ওঠার লড়াইয়ে উরুগুয়েকে পাত্তাই দেয়নি ব্রাজিল।
আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল প্রথমার্ধের ২৭ মিনিটের মধ্যেই আদায় করে নেয় ৩ গোল। আধা ঘণ্টা পেরোনোর আগে ৩ গোলে এগিয়ে গিয়ে ম্যাচ একরকম শেষও করে দেয় প্রতিযোগিতার সফলতম দলটি। বিরতির পর শুরুতে আত্মঘাতী গোলে উরুগুয়ে ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি। এরপর ব্রাজিল আদায় করে নেয় আরও ২ গোল। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন আমান্দা গুতিয়েরেস। ১টি করে গোল করেছেন গিও গারবেলিনি, মার্তা ও দুদিনিয়া। এই জয়ে কোপার ফাইনাল নিশ্চিতের পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশ নিতে যাওয়া ১৬ ফুটবল দলের মধ্যেও জায়গা করে নিল ব্রাজিল।
আপনার মতামত লিখুন :