সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ১২:৪৬ এএম

টিটি দলে থাই কোচ পাসারা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ১২:৪৬ এএম

টিটি দলে থাই কোচ পাসারা

থাইল্যান্ডের ২৫ বছর বয়সি প্যাটারাথ্রোর্ন পাসারাকে কোচ হিসেবে আনছে বাংলাদেশ টেবিল টেনিস (টিটি) ফেডারেশন। টিটি দলের জন্য এত কম বয়সি কোচ নিয়োগ দেওয়া প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ (সনেট) জানান, ‘আমাদের লক্ষ্য ছিল চাইনিজ কোচ আনা। বাজেট, ভাষাসহ নানা কারণে পারিনি। আন্তর্জাতিক অঙ্গন থেকেই থাই কোচের সন্ধান পাই। এশিয়ার অনেক দেশ, বিশেষত ভারতীয় কর্মকর্তারা তাকে হাইলি রেট করেছে। এ জন্যই তাকে বেছে নেওয়া। আমাদের খেলোয়াড়দের অনেকের বয়স তার চেয়ে বেশি এটা ঠিক। এখানে কোচ-খেলোয়াড়ের মধ্যে বয়স বিবেচ্য বিষয় হওয়ার কথা নয়। তিনি যেটা শেখাবেন, সেটা শেখার ও রপ্ত করার মানসিকতা থাকতে হবে।’ টিটি ফেডারেশনের কর্মকর্তা ও খেলোয়াড়দের দ্বন্দ্বের খবর পুরোনো। থাইল্যান্ড থেকে কম বয়সি কোচ উড়িয়ে আনা হলে নতুন সংকট তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন অনেকে। কেননা, যার অধীনে টিটি ক্যাম্প চলছে, ছয়বারের জাতীয় চ্যাম্পিয়ন মাহবুবের বয়স প্রায় ৫০। নারী দলের অন্যতম খেলোয়াড় সোনাম সুলতানা সোমার ক্যারিয়ার প্রায় দুই দশকের। নারী-পুরুষ মিলিয়ে অনেক খেলোয়াড়ের ক্যারিয়ারই এই থাই কোচের বয়সের কাছাকাছি। থাই কোচের আন্তর্জাতিক টেবিল টেনিস ক্যারিয়ারও খুব দীর্ঘ নয়। ২০২২ সালের এপ্রিলে তার ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং ৩১৪ নম্বরে ছিল। তখন তিনি সাউথইস্ট এশিয়ান চ্যাম্পিয়ানশিপে পুরুষ দলের হয়ে স্বর্ণপদক অর্জন করেন। এ ছাড়া ২০২৪ সালের চিং মি সার্কিট কিংস কাপে তিনি যথাক্রমে স্বর্ণ ও রৌপ্যপদক লাভ করেন। আগামী অক্টোবরে বাহরাইনে তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস, নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলিডারাটি গেমস এবং জানুয়ারিতে পাকিস্তানে এসএ গেমস রয়েছে। এই তিন গেমসের সামনে উন্নত প্রশিক্ষণের জন্য থাইল্যান্ড থেকে কোচ আনছে ফেডারেশন। নতুন কোচের সঙ্গে দুই মাসের সাময়িক চুক্তি হয়েছে ফেডারেশনের। কোচের পারফরম্যান্স সন্তোষজনক হলে ভবিষ্যতে তার চুক্তির মেয়াদ বাড়তে পারে। ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, ‘থাই কোচ আনার পাশাপাশি আমাদের ইচ্ছা আছে বিদেশ থেকে সহকারী কোচ বা প্র্যাকটিস পার্টনার আনার ব্যাপারে। এ ছাড়া আমাদের প্রশিক্ষণার্থীদের দেশের বাইরের একাডেমিতে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য পাঠানোর ইচ্ছা রয়েছে।’ বর্তমানে টিটি ক্যাম্পে অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকাদের আটজনের একটি টিম রয়েছে। এ ছাড়া পুরুষ ও মহিলা সিনিয়র দলের প্রায় ১৬ জন করে ৩২ জন ক্যাম্পে রয়েছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!