ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ফিটনেস পরীক্ষায় সেরা নাহিদ রানা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০১:১৫ এএম

এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাম্প চলছে। ২৫ সদস্যের প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা এখন ফিটনেস পরীক্ষা দিচ্ছেন।

গতকাল রবিবার সকালে জাতীয় স্টেডিয়ামে হয়েছে ক্রিকেটারদের ১৬০০ মিটারের রানিং সেশন। জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটিকস ট্র্যাকে হয়েছে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। যে পরীক্ষায় সবার চেয়ে ভালো করেছেন তরুণ পেসার নাহিদ রানা। অবশ্য ফিটনেস যাচাইয়ের প্রথম দিন উপস্থিত ছিলেন না টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয়। তবে হজ করে সৌদি আরব থেকে দেশে ফিরে ক্যাম্পে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ।

বেশ কয়েক বছর ধরেই জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নিচ্ছে বিসিবি। সামনে ব্যস্ত আন্তর্জাতিক ক্রিকেট মৌসুম। এর আগে ক্রিকেটারদের ফিটনেস যাছাই করে নেওয়া হচ্ছে। গতকাল ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত সময় তাদের ফিটনেস পরীক্ষা চলে। ট্রেনার নাথান কেলির অধীনে চলছে ক্যাম্প।

১৬০০ মিটার দৌড়সহ অন্য কার্যক্রম যুক্ত করা হয়। ১৬০০ মিটার এই দৌড়ে সবচেয়ে কম সময় নেন নাহিদ। তরুণ এই পেসার ৫ মিনিট ৩১ সেকেন্ড সময়ে দৌড় শেষ করেছেন। আরেক পেসার তানজিম হাসান সাকিব দ্বিতীয় হয়েছে  ৫ মিনিট ৫৩ সেকেন্ড সময় নিয়ে। নাহিদের এমন পারফরম্যান্স দেখে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হাসতে হাসতে বলেছেন, ‘তোকে (নাহিদ) অলিম্পিকে পাঠাব।’ জানা যায়, লিটন-হৃদয়ের না থাকার কারণÑ তারা অসুস্থ। চিকিৎসার জন্য তাওহিদ হৃদয় লন্ডনে গেছেন। গত ৬ আগস্ট থেকে মিরপুরে শুরু হয়েছে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। ১৫ আগস্ট থেকে স্কিল ট্রেনিং করবেন লিটন দাসরা। এরপর ২০ আগস্ট তারা চলে যাবেন সিলেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলবে নিবিড় অনুশীলন। সিলেটের ভেন্যুতেই ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ শেষ করে বাংলাদেশ দল চলে যাবে আরব আমিরাতে। সেখানে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপের টি-টোয়েন্টি আসর। ১১ সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে লিটনরা। 

প্রাথমিক দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলী অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।