ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

গণসংযোগ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৯:০৭ এএম

ঝিনাইদহের কোটচাঁদপুরে গণসংযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সহ-সম্পাদক ও ঝিনাইদহ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী আমিরুজ্জামান খান শিমুল।

গতকাল বিকেলে উপজেলার সাফদারপুর বাজারে এ গণসংযোগ করেন তিনি। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান ও দোয়া প্রার্থনা করেন।

গণসংযোগ শেষে সাফদারপুর বাজারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সাফদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ আহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন আর রশিদ, সাফদারপুর  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান বাবুল প্রমুখ।