ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

আজ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে ইসি

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ১০:৩৪ এএম
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) রোববার (১০ আগস্ট) হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে। এই খসড়া তালিকা প্রকাশের মাধ্যমে ভোটাররা নিজের তথ্য যাচাই করার সুযোগ পাবে এবং কারো তথ্যে ভুল থাকলে সংশোধনের আবেদন করতে পারবে। সংশোধনের জন্য সময় দেওয়া হয়েছে ১২ দিন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এবারে প্রায় ৪৪ লাখ নতুন ভোটার তালিকায় যুক্ত হবেন।

খসড়া তালিকা প্রকাশের পর উপজেলা পর্যায়ে তা নির্দিষ্ট স্থানে সাঁটানো হবে। এরপর ২১ আগস্টের মধ্যে ভোটাররা নাম অন্তর্ভুক্তি, মৃত্যুবিবরণী সংশোধন, অযোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া, ভোটার স্থানান্তরসহ অন্যান্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।

প্রাপ্ত আবেদন ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে। সংশোধন সম্পন্ন হয়ে চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশিত হবে। বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।