ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

একই ছাদের নিচে সংসার, তবু স্ত্রীর সঙ্গে কথা বলেননি ২০ বছর! 

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ১১:৫২ এএম
ছবি- সংগৃহীত

জাপানের নারার বাসিন্দা ওটো কাতায়ামা দীর্ঘ ২০ বছর ধরে তাঁর স্ত্রী ইউমির সঙ্গে কথা বলেননি। অথচ তাঁরা একই ছাদের নিচে সংসার করেছেন, একসঙ্গে সন্তানদের লালন-পালন করেছেন এবং তৃতীয় সন্তানেরও জন্ম হয়েছে এই সময়ে।

এই অদ্ভুত দাম্পত্য জীবনের কথা সম্প্রতি প্রকাশ্যে আসার পর অনেকেই অবাক হয়েছেন। স্বামী একবিন্দু কথা বলেননি, শুধু মাথা নাড়া, ইশারা ও অঙ্গভঙ্গির মাধ্যমে যোগাযোগ রেখেছেন। স্ত্রী অনেক চেষ্টা করেও তাঁকে কথা বলাতে পারেননি।

তাদের সন্তানরাও বাবার এই নীরবতা দেখে বড় হয়েছেন। পরে একদিন সন্তানদের অনুরোধে একটি টেলিভিশন অনুষ্ঠানে ওটো ও ইউমিকে আমন্ত্রণ জানানো হয়। ওই অনুষ্ঠানে বহু বছর পর প্রথমবার স্বামী নীরবতার কারণ জানান। 

তিনি জানান, ঈর্ষা ও রাগের কারণে তিনি কথা বলা বন্ধ করেছিলেন। ইউমি সন্তান ও পরিবারের জন্য ব্যস্ত থাকায় তিনি নিজেকে অবহেলিত মনে করতেন। এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনোমালিন্য সৃষ্টি হয় এবং তাতে কথাবার্তা বন্ধ হয়ে যায়।

অনুষ্ঠানে কিছুক্ষণ দ্বিধার মধ্যে থেকে ওটো শেষে স্ত্রীকে ক্ষমা চান এবং দীর্ঘ ২০ বছর তাঁর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানান। এই মোমেন্টে ইউমি চুপ ছিলেন। অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পর এটি জাপানজুড়ে ভাইরাল হয় এবং পরে বিভিন্ন দেশের সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক আলোচনা সৃষ্টি করে।