চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকের বাড়িতে নিয়ে তিন দিন আটকে রেখে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাচিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত প্রেমিক মামুন পাটওয়ারীকে (৪৪) আটক করে থানায় নিয়ে আসেন স্থানীয়রা। পরে চাঁদপুর সদর উপজেলার ইচলী এলাকা থেকে মিরাজ পাটওয়ারী (২৪) নামে অভিযুক্ত অন্য একজনকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে ভুক্তভোগী জানান, এক বছর আগে ঢাকার শনির আখড়া এলাকায় ওই যুবতীর সঙ্গে অভিযুক্ত মামুন পাটওয়ারীর পরিচয় হয়। এর সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৫ আগস্ট বিয়ের প্রলোভন দেখিয়ে ওই যুবতীকে মামুন পাটওয়ারী তার বাড়ি ফরিদগঞ্জে নিয়ে আসেন। সেখানে ভুক্তভোগীকে আটকে রেখে টানা তিন দিন ধর্ষণ করে মামুন এবং তার অন্য দুই বন্ধু।
বিষয়টি গত শুক্রবার টের পেয়ে স্থানীয় লোকজন মামুন ও ওই যুবতীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ ভুক্তভোগীর অভিযোগের পর মিরাজ পাটওয়ারীকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, গণধর্ষণের অভিযোগের মামলা দায়েরের পর দুই অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার তাদের চাঁদপুর আদালতে পাঠানো হবে। অন্য অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।