ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

ফক্স নিউজের উপস্থাপিকাকে জাতিসংঘের উপপ্রতিনিধি মনোনীত করলেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ১১:৫০ এএম
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। ছবি-বিবিসি

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসকে এবার জাতিসংঘের উপপ্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সিনেটে মনোনয়ন অনুমোদিত হলে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকে ট্যামি স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অসাধারণ কাজ করেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ ট্রাম্প জানান, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ট্যামি ব্রুস- একজন মহান দেশপ্রেমিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও বেস্টসেলিং লেখককে যুক্তরাষ্ট্রের পরবর্তী উপ-প্রতিনিধি (অ্যাম্বাসাডর র‌্যাঙ্কে) হিসেবে মনোনীত করছি।’

সরকারে যোগদানের আগে ট্যামি ব্রুস ২০ বছরেরও বেশি সময় ধরে ফক্স নিউজের রক্ষণশীল ধারার বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। ফলে জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দারুণভাবে উপস্থাপন করতে পারবেন তিনি, মত ট্রাম্পের।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধি হিসেবে মনোনীত মাইক ওয়াল্টজকেও এখনো সিনেট অনুমোদন দেয়নি। বর্তমানে এই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন ২০২৪ সালে উপ-প্রতিনিধি থাকা কূটনীতিক ডরোথি শি।