ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ বিএনপির তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৯:০২ পিএম
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া বিএনপির তিন নেতা। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির তিনজন গুরুত্বপূর্ণ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। 

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তারা হলেন, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সাবেক সদস্য ও নাসিকের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু এবং নাসিক ২০ নং ওয়ার্ডের সাবেক সভাপতি ও কাউন্সিলর মো. গোলাম নবী মুরাদ।

রিজভী জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপস্থি কার্যকলাপের কারণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সাবেক সদস্য শওকত হাসেম শকু এবং নাসিকের ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক সদস্য মো. গোলাম নবী মুরাদকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্তে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।