নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে বুধবার (১৯ নভেম্বর) বিকেলে দলের একাংশের নেতাকর্মীরা কাফনের কাপড় পরে বিক্ষোভ-সমাবেশ করেছেন। বিক্ষোভকারীরা ধানের শীষের প্রার্থী ফখরুল ইসলাকে জামায়াতের প্রোডাক্ট দাবি করে তার মনোনয়ন প্রত্যাহার না হলে গণপদত্যাগের হুমকি দেন।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে বজলুল করিম চৌধুরী আবেদকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে তার অনুসারীরা উপজেলা সরকারি কলেজের সামনে জড়ো হন। এরপর কাফনের কাপড় পরে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে বিক্ষোভ মিছিল শেষ করেন। তারা বিএনপি মনোনীত প্রার্থীকে বয়কট করে আবেদকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
গত ৩ নভেম্বর নোয়াখালী-৫ আসনে প্রাথমিকভাবে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলামের নাম ঘোষণা করা হয়। একই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। প্রার্থী পরিবর্তনের দাবিতে তার অনুসারীরা কয়েকদিন ধরেই কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে আসছিলেন।
বক্তারা বলেন, ফখরুল ইসলাম বিএনপিকে হৃদয়ে ধারণ করেন না। তিনি ছদ্মবেশে দলের রূপ ধারণ করেছেন এবং জামায়াতপ্রিয়। তার আচরণ ও কার্যকলাপ দলের জন্য হুমকিস্বরূপ। তারা আরও বলেন, স্থানীয়ভাবে জনবিচ্ছিন্ন হওয়ায় তিনি নেতাকর্মীদের জন্য সমস্যা সৃষ্টি করেছেন। মনোনয়ন বাতিল না হলে বৃহত্তর কর্মসূচি, গণস্বাক্ষর এবং পদত্যাগের হুমকি দেওয়া হবে।
বক্তারা অভিযোগ করেন, দলের পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে বাইরে থেকে এসে ফখরুল ইসলামকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা ক্ষিপ্ত। তারা দাবি করেন, ধানের শীষকে বিজয়ী করতে হলে অবিলম্বে ফখরুল ইসলামের মনোনয়ন বাতিল করে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নেতা মনোনয়ন দিতে হবে।



