চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে শিয়াল চলে আসায় ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকালের এই ঘটনার কারণে ফ্লাইটটি ছাড়তে প্রায় ২৬ মিনিট বিলম্বিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল
তিনি জানান, ইউএস-১০৬ ফ্লাইটটি বেলা ১১টা ৪০ মিনিটে উড্ডয়নের জন্য প্রস্তুত ছিল। ঠিক সেই মুহূর্তে রানওয়েতে একটি শিয়াল দেখা যায়। পরে পরিদর্শনকারী টিম দ্রুত গাড়ি নিয়ে গিয়ে শিয়ালটিকে তাড়া করে রানওয়ে নিরাপদ করে। এরপর ফ্লাইটটি দুপুর ১২টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
ইব্রাহিম খলিল আরও জানান, প্রতিটি ফ্লাইট ওঠা-নামার আগে রানওয়ে পরীক্ষা করা হয়। তবে রানওয়ের পাশে ঘন জঙ্গল ও ঝোপঝাড় থাকায় মাঝে মাঝে শিয়াল, সাপ বা কুকুরের মতো প্রাণী রানওয়েতে চলে আসে।


