ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

ভূমি অফিসে যেসব সেবা পাবেন

ফিচার ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৪:৩০ এএম
ছবি- সংগৃহীত

জমি-জমা সম্পর্কিত সঠিক তথ্য ও সেবা পাওয়া নাগরিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে উপজেলা পর্যায়ে কাজ করে ভূমি অফিস। এসব অফিসে ভূমিসংক্রান্ত যাবতীয় কাজের দায়িত্বে থাকেন সহকারী কমিশনার (ভূমি), যিনি ‘এসিল্যান্ড’ নামে পরিচিত।

যেকোনো ভূমি-সংক্রান্ত জটিলতা, প্রয়োজন বা প্রশ্নের সমাধানে সরাসরি ভূমি অফিস বা ভূমি সহায়তা কেন্দ্রে যোগাযোগ করা যায়। তবে তার আগে জেনে নেওয়া যাক—উপজেলা ভূমি অফিসে আপনি কোন কোন সেবা পেতে পারেন:


নামজারি ও জমাভাগ সংক্রান্ত সেবা

-নামজারি ও জমাভাগ/জমা একত্রিকরণ

-নামজারি বা জমাভাগ সংক্রান্ত আদেশের রিভিউ

-এসব কেসের আদেশের নকল/সার্টিফাইড কপি প্রদান

-ডুপ্লিকেট খতিয়ান প্রদান

খাস জমি ও অর্পিত সম্পত্তি

-বন্দোবস্তকৃত খাস জমির দখল বুঝিয়ে দেওয়া

-কৃষি খাস জমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত

-অকৃষি খাস জমির বন্দোবস্ত

-অর্পিত সম্পত্তির লিজ নবায়ন ও নাম পরিবর্তন

-পরিত্যক্ত সম্পত্তি (এপি) ইজারা ও ইজারা নবায়ন

-এপি ইজারাগ্রহীতার নাম পরিবর্তন

হাট-বাজার ও চান্দিনা ভিটি

-হাটবাজারের চান্দিনা ভিটি একসনা বন্দোবস্ত

-ব্যবহারের লাইসেন্স নবায়ন

-লাইসেন্সধারীর নাম পরিবর্তনসহ নবায়ন

ভূমি উন্নয়ন কর ও শ্রেণি পরিবর্তন

-ভূমি উন্নয়ন কর নির্ধারণ

-ভূমি ব্যবহারের ভিত্তিতে শ্রেণি পরিবর্তন

-সিকস্তি জনিত কারণে করহার পুনর্নির্ধারণ

-রিটার্ন দাখিল বা বাতিলের মাধ্যমে কর নির্ধারণ

-কর নির্ধারণের আপত্তি নিষ্পত্তি

অন্যান্য সেবা

-খতিয়ানের করণিক ভুল সংশোধন

-জমির অখণ্ডতার সনদের জন্য আবেদন নিষ্পত্তি

-জমির মালিকানার প্রত্যয়নপত্র প্রদান (যেমন: করাতকল স্থাপনের জন্য)

-দেওয়ানী আদালতের রায় অনুযায়ী রেকর্ড সংশোধন

-আদিবাসীদের জমি হস্তান্তরের অনুমতি প্রদান