বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৮:২৮ এএম

জায়ান ও তানিলের অভিষেকের রোমাঞ্চ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৮:২৮ এএম

জায়ান ও তানিলের অভিষেকের রোমাঞ্চ

বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২৩ দলে অভিষেক হয়েছে দুই প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ ও তানিল সালিকের। যদিও প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে মাঠে নেমে অভিজ্ঞতা সুখকর হয়নি তাদের। তাদের অভিষেকের ম্যাচে হেরেছে বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই সামনে রেখে বাহরাইন সফরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। গত সোমবার ক্লোজ ডোরে প্রথম প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে হেরে গেছে সফরকারীরা।

এ ম্যাচেই দেশের হয়ে প্রথম খেলতে নামেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ডিফেন্ডার জায়ান ও ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার তানিল। কোচ সাইফুল বারী টিটু শুরুর একাদশে রাখেন জায়ানকে। তানিলকে খেলান দ্বিতীয়ার্ধে। বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় ম্যাচটিতে পারফরম্যান্স নিয়ে তুষ্টির কথা জানিয়েছেন জায়ান। মূল্যায়ন করেছেন ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্সও। জায়ান বলেন, ‘আমরা ভালো খেলেছি। তিন-চারটা ভালো সুযোগ ছিল। ম্যাচটি প্রায় সমতায় ছিল। (নিজের পারফরম্যান্সকে) দশের মধ্যে নিজেকে সাড়ে সাত দেব। কিছু ভালো অ্যাসিস্ট ছিল, চেষ্টা করেছি।’ তিনি বলেন, ‘টিম পারফরম্যান্স দশের মধ্যে আট (দেব)। আমরা গোলের সুযোগ পেয়েছি, প্রতি আক্রমণও হয়েছে। ভিয়েতনামের জন্য আমরা অনেক কষ্ট করছিÑ অনুশীলন, ভিডিও, মিটিং।

আমাদের গ্রুপ (দল) ভালো এবং মেধাবী।’ ক্লোজ ডোরে ম্যাচ হওয়ায় বাফুফে আনুষ্ঠানিকভাবে জানায়নি ম্যাচটির ফল। তবে টিম সূত্রের খবর, একমাত্র পেনাল্টি গোলে হেরেছে বাংলাদেশ। আগামী শুক্রবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আবার বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।

রূপালী বাংলাদেশ

Link copied!