বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৮:৩৪ এএম

আর্জেন্টিনা দলে নেই এনজো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৮:৩৪ এএম

আর্জেন্টিনা দলে নেই এনজো

আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে এখনো বিশ্বকাপ বাছাইপর্বের আরও দুই রাউন্ডের খেলা বাকি তাদের। আগামী সেপ্টেম্বরে বাছাইপর্বের শেষ দুটি ম্যাচের জন্য আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি, যেখানে চোট কাটিয়ে লিওনেল মেসি ফিরলেও এনজো ফার্নান্দেজসহ বেশ কয়েকটি পরিচিত মুখের জায়গা মেলেনি।

আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে নিজেদের মাঠে খেলবে আর্জেন্টিনা। এরপর তারা ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে তাদের মাঠে মেসি-আলভারেজরা অতিথি হিসেবে নামবে। আসন্ন ম্যাচ দুটির জন্য ঘোষিত দলে বাদ পড়াদের মধ্যে বড় নাম এনজো। অবশ্য দেশটির ফুটবল-ভক্তরা এর কারণটা আন্দাজ করতে পারবেন। বাছাইয়ের সর্বশেষ ম্যাচে গত জুনে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন এনজো ফার্নান্দেজ। ফলে স্বভাবতই এক ম্যাচে তিনি নিষেধাজ্ঞায় আছেন, সে কারণে কেবল এক ম্যাচের জন্য তাকে স্কোয়াডে রাখেননি স্কালোনি। এ ছাড়া চোট কাটিয়ে উঠতে না পারায় পাউলো দিবালাও ডাক পাননি আসন্ন দুটি ম্যাচের জন্য। এর বাইরে আর্জেন্টিনার গত বাছাইয়ের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নিকোলাস ডোমিঙ্গেজ (চোট), ভ্যালেন্টিন বার্কো, এনজো বারেনচিয়া, আলেহান্দ্রো গার্নাচো ও ভ্যালেন্টিনা কাস্টেয়ানোসরা।

তবে ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ক্লদিও এচেভেরি, এবার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ১৮ বছর বয়সি ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর পাশাপাশি প্রথমবার ডাক পেয়েছেন পালমেইরাসের আর্জেন্টাইন স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেজ। আলবিসেলেস্তেদের দলটিতে এবার স্বস্তি ফেরানো নাম মেসি। ধারণা করা হচ্ছে, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি তার ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে। সম্প্রতি ইন্টার মায়ামির হয়ে মাংসপেশির ইনজুরি এই মহাতারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি করেছিল। ২০২৬ বিশ্বকাপে আরও আগেই খেলার যোগ্যতা অর্জন করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ১০ দলের পয়েন্ট তালিকায় ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে স্কালোনির দল।

আর্জেন্টিনার প্রাথমিক দল

গোলরক্ষক :

এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ; ডিফেন্ডার : ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, মার্কাস আকুনা, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল; মিডফিল্ডার : লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজাকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা, জিওভান্নি লো সেলসো, ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালেক্সিস ম্যাক-আলিস্টার; ফরোয়ার্ড : লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ, নিকোলাস লেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হোসে ম্যানুয়েল লোপেজ।

রূপালী বাংলাদেশ

Link copied!