এশিয়া কাপ হকিতে এএইচএফ কাপের রানার্সআপ দল চাইনিজ তাইপের বি-পুলে পড়েছে বাংলাদেশ। এই পুলের অন্য দুই দল হলো দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। এ-পুলে রয়েছে চার দলÑ চীন, জাপান, কাজাখস্তান ও স্বাগতিক ভারত। এএইচএফ কাপের রানার্সআপ দল চাইনিজ তাইপে এশিয়া কাপে খেললেও চ্যাম্পিয়ন ওমান খেলছে না। ফলে ওই টুর্নামেন্টে চতুর্থ হওয়া কাজাখস্তান খেলছে মধ্যপ্রাচ্যের এই দলের পরিবর্তে। আর তৃতীয় হওয়া বাংলাদেশ খেলবে পাকিস্তানের অনিহার কারণে। ২৯ আগস্ট ভারতের বিহারের রাজগিরে শুরু হবে এশিয়া কাপ হকির টুর্নামেন্ট। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচেই মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। পরদিন চাইনিজ তাইপে ১ সেপ্টেম্বর লড়বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন