এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। এই গ্রুপ পর্বের খেলা হবে কিরগিজস্তান, ভুটান ও কুয়েতে। আগামী ২৫ অক্টোবর শুরু হবে গ্রুপ পর্বের খেলা। বসুন্ধরা কিংস ছাড়াও গ্রুপ পর্বে আরও জায়গা পেয়েছে কিরগিস্তানের এফসি আবদিসা আতা, কুয়েতের আল আরাবি ও ভুটানের পারো এফসি। পাশাপাশি সরাসরি খেলার সুযোগ পেয়েছে সাত ক্লাব রেগার-তাদাজ তুরসুনজোদা, আল সাঈব, আলতিন আসির, আল শাবাব, আল আনসার, সাফা এসসি ও আল কুয়েত। গ্রুপ পর্বে বসুন্ধরা কিংসের সামনে কঠিন চ্যালেঞ্জ। সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিক পারফরম্যান্স আশার আলো দেখাচ্ছে তাদের। পাঁচবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা প্লে-অফ ম্যাচে দারুণ খেলেছে। গত ১২ আগস্ট প্রিলিমিনারি রাউন্ডে সিরিয়ার আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বে জায়গা নিশ্চিত করে বসুন্ধরা কিংস। তবে একই দিন ঢাকায় অনুষ্ঠিত আরেক ম্যাচে কিরগিস্তানের মুরাস ইউনাইটেডের কাছে ২-০ ব্যবধানে হেরে বিদায় নেয় ঢাকা আবাহনী। এবার আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এএফসি চ্যালেঞ্জ লিগে নতুন অভিযাত্রা শুরু করবে কিংস।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন