এবারও টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্ট ঘিরেই এখন দেশের ক্রিকেটে উত্তাপ দেখা যাচ্ছে। গত বছর প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটের এনসিএল ব্যাপক সাড়া ফেলেছিল। সিলেটের মাঠে হওয়া ওই আসর বেশ জমজমাট হয়েছে। গত আসরের সফলতার পর বিসিবি এবারও একই পথে হাঁটছে। আগামী ১৪ সেপ্টেম্বর এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর শুরু হবে। তবে এবার শুধু সিলেটে নয়, যুক্ত হচ্ছে আরও দুটি ভেন্যু। সব মিলিয়ে তিনটি আলাদা ভেন্যুতে হবে এনসিএলের খেলা।
এরই মধ্যে শেষ হয়েছে এনসিএলে অংশ নেওয়া ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। আজ সোমবার থেকে মাঠের অনুশীলনে নামবে দলগুলো। এর আগে আলোচনায় এনসিএলে আট দলের অধিনায়ক। ঢাকা বিভাগ দলের নেতৃত্ব দেবেন মাহিদুল ইসলাম অঙ্কন। ঢাকা মেট্রোর নাঈম শেখ, সিলেট বিভাগে জাকির হাসান, বর্তমান চ্যাম্পিয়ন রংপুর বিভাগের নেতৃত্বে থাকবেন আকবর আলী। এ ছাড়া খুলনা বিভাগে মোহাম্মদ মিঠুন, চট্টগ্রাম বিভাগে ইয়াসির আলী চৌধুরী এবং বরিশাল বিভাগের গুরুদায়িত্ব পালন করবেন ফজলে মাহমুদ রাব্বি।
১৪ সেপ্টেম্বর স্বাগতিক রাজশাহী ও ঢাকা মেট্রোর ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের এনসিএল আসরের। খেলা হবে তিনটি ভেন্যুÑ রাজশাহী, বগুড়া ও সিলেটে। নকআউট পর্ব শুরু ৩০ সেপ্টেম্বর। ফাইনাল হবে ৩ অক্টোবর। ২০১০ সালে প্রথম আয়োজন করা হয় এনসিএল টি-টোয়েন্টি। ২০২৪ সালে আবারও শুরু হয়। বিপিএলের আগে এই টুর্নামেন্ট স্থানীয় ক্রিকেটারদের ঝালিয়ে নেওয়ার দারুণ সুযোগও বটে।