বিশ্বকাপ বাছাইপর্বে হেরে সিংহাসন হারিয়েছে বিশ^ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিদের ৩ নম্বরে ঠেলে দিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। আর র্যাঙ্কিংয়ে জামাল-হামজাদের বাংলাদেশের অবস্থান ১৮৪তম। গত জুলাই মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়েও একই অবস্থানে ছিল বাংলাদেশ। জুলাই-আগস্টে জাতীয় দলের ম্যাচ ছিল না। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা ছিল। কাঠমান্ডুতে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশ এক ম্যাচ খেলে দেশে ফেরে। নেপালের বিপক্ষে একমাত্র ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এতে বাংলাদেশ ও নেপাল উভয়ের অবস্থানই র্যাঙ্কিংয়ে অপরিবর্তিত রয়েছে। নেপালের র্যাঙ্কিং ১৭৬তম। আগামী অক্টোবরের উইন্ডোতে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। অক্টোবর উইন্ডোর পর ফিফা ২৩ অক্টোবর আবার র্যাঙ্কিং প্রকাশ করবে। বাংলাদেশ নারী ফুটবল দল ফিফা র্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছে। সর্বশেষ প্রকাশিত ফুটবল র্যাঙ্কিংয়ে ঋতুপর্ণারা সর্বোচ্চ ধাপ উন্নতি করেছিলেন।
এদিকে, দুই ধাপ পিছিয়ে পুরুষ ফিফা র্যাঙ্কিংয়ে এখন ৩ নম্বরে নেমেছে আর্জেন্টিনা। অবনতি হয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলেরও। তারা এক ধাপ পিছিয়ে এখন ছয়ে। দুই দলই বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে হেরেছে। গত ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার পয়েন্ট দাঁড়িয়েছে ১৮৮৫.৩৬ থেকে ১৮৭০.৩২-এ, অর্থাৎ কমেছে ১৫.০৪ পয়েন্ট। ব্রাজিলও একই দিনে ১-০ গোলে হেরেছে বলিভিয়ার কাছে। তাদের পয়েন্ট কমেছে ১৬.০৯, এখন পাঁচবারের বিশ^চ্যাম্পিয়নদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৭৬১.৬। ১৮৭৫.৩৭ পয়েন্ট নিয়ে স্পেন র্যাঙ্কিংয়ের শীর্ষে। ১১ বছর পর আবারও শীর্ষে ফিরল স্প্যানিশরা। সর্বশেষ তারা র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল ২০১৪ সালে। সেপ্টেম্বরে ইউরোপীয় বাছাইপর্বে টানা দুই ম্যাচ জিতেছে তারা, যার মধ্যে ৭ সেপ্টেম্বর তুরস্ককে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে। দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স, ১৮৭০.৯২ পয়েন্ট নিয়ে তারাও এক ধাপ এগিয়েছে।