ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

সূর্যকুমারের কঠিন শাস্তি চায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০১:১২ এএম

ভারত ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের এক মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অভিযোগ, সূর্যকুমারের বক্তব্য রাজনৈতিক ও কূটনৈতিক সীমা লঙ্ঘন করেছে। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগও করেছে পিসিবি। পাকিস্তানের সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বৈঠকে সূর্যকুমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তোলে পাকিস্তান।

একই সঙ্গে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে এশিয়া কাপের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানায় পিসিবি। তবে ম্যাচ রেফারির দুঃখ প্রকাশের কারণে অভিযোগ প্রত্যাহার করে নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। গত রবিবার এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় ভারত। এই ম্যাচে আলোচনায় আসে হ্যান্ডশেক বিতর্ক। টস ও ম্যাচ শেষে সূর্যকুমার পাকিস্তান অধিনায়কের সঙ্গে করমর্দন না করায় বিষয়টি নিয়েও বিতর্কের মুখে পড়ে ভারত। পিসিবি জানায়, ম্যাচ রেফারির নির্দেশেই দুই অধিনায়ক হাত মেলাননি এবং পুরো বিষয়টি ছিল একটি ‘বিভ্রান্তি’। এরপর সংবাদ সম্মেলনে হাত না মেলানোর কারণ হিসেবে পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে আনেন সূর্যকুমার যাদব। তিনি বলেন, ‘আমি মনে করি, জীবনের কিছু বিষয় খেলোয়াড়সুলভ মানসিকতার চেয়েও বড়। আমাদের সরকার ও বিসিসিআই মিলেই সিদ্ধান্ত নিয়েছিল। আমরা এখানে ওদের (পাকিস্তান) বিপক্ষে খেলতে এসেছি এবং উচিত জবাব দিয়েছি।’

ভারতের অধিনায়ক আরও বলেন, ‘পেহেলগামে নিহতদের পরিবারগুলোর পাশে আমরা আছি। এই জয় উৎসর্গ করছি আমাদের সাহসী সেনাদের, যারা ‘অপারেশন সিঁদুর’-এ অংশ নিয়েছেন। তারা সব সময় আমাদের অনুপ্রেরণা দেন।’ গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন, যাদের মধ্যে ২৫ জন ভারতীয় নাগরিক। ভারত সরকারের অভিযোগ, হামলার সঙ্গে পাকিস্তান সমর্থিত একটি গোষ্ঠী জড়িত। এর জবাবে ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়।