ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

মিয়ামিতেই থাকছেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০১:১৩ এএম

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিতেই থাকছেন লিওনেল মেসি। এই ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর। ইএসপিএনের খবর অনুযায়ী, শিগগির চুক্তি নবায়ন হবে। গত ২০২৩ সালের জুলাইয়ে মিয়ামিতে যোগ দেন মেসি। চলতি বছরই তার আড়াই বছরের চুক্তি শেষ হবে। তাই নতুন চুক্তি নিয়ে বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছিল। তবে সুনির্দিষ্ট কিছু না জানা যাওয়ায় বিষয়টি নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে মিয়ামির সঙ্গে আলোচনা এখন শেষ পর্যায়ে বলেই উল্লেখ করা হয়েছে ইএসপিএনের প্রতিবেদনে। স্রেফ টুকিটাকি কিছু ব্যাপার চূড়ান্ত করার কাজ চলছে, যা স্রেফ সময়ের ব্যাপার। দুই পক্ষ একমত হলেই মেজর লিগ সকার কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হবে অনুমোদনের জন্য। আগামী বছর বিশ^কাপ খেললে নিশ্চিতভাবেই আর্জেন্টিনার হয়ে সেটি হবে মেসির শেষ টুর্নামেন্ট। তবে মিয়ামিতে নতুন চুক্তি একাধিক বছরের হবেই বলে জানিয়েছে ইএসপিএন।

সে ক্ষেত্রে আরও বেশ কিছুদিন দেখা যাবে মেসির ফুটবল জাদু। মিয়ামিতে যোগ দেওয়ার পর দলটিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন মেসি। ২০২৩ সালে দলে যোগ দেওয়ার পরই বড় ভূমিকা রাখেন তিনি লিগস কাপ জয়ে, যা ক্লাবটির প্রথম বড় ট্রফি। গত মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে মেজর লিগ সকারে নিয়মিত মৌসুমের সেরা দলের পুরস্কার সাপোর্টার্স শিল্ড জিতে নেয় মিয়ামি। মূল ট্রফির লড়াইয়ে প্লে-অফে অবশ্য প্রথম রাউন্ডে হেরে যায় তারা। এ বছরও লিগস কাপের শিরোপার কাছাকাছি গিয়ে হেরে যায় ফাইনালে। চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন মেসি। ২১ ম্যাচে গোল করেছেন ২০টি। তার চেয়ে ১ গোল বেশি নিয়ে শীর্ষে থাকা স্যাম সারিজ ম্যাচ খেলেছেন ৯টি বেশি। গোলের পাশাপাশি ১১টি গোলে সহায়তাও করেছেন মিয়ামি অধিনায়ক। মিয়ামির হয়ে সব মিলিয়ে মেজর লিগ সকারে ৪৬ ম্যাচে তার গোল ৪১টি, গোলে সহায়তা ২৭টি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৬২ ম্যাচে করেছেন ৫৪ গোল।