ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

সাহেবজাদা-হারিসের বিরুদ্ধে নালিশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১২:৫৮ এএম

এশিয়া কাপে সুপার ফোর পর্বে গত রোববার দুবাইয়ের মাঠে ভারত ও পাকিস্তানের ম্যাচের নতুন ঘটনার জন্ম দিয়েছেন পাকিস্তানের ওপেনার সাহেবজাদা ফারহান ও ফাস্ট বোলার হারিস রউফ। মাঠে বিশেষ অঙ্গভঙ্গির কারণে এই দুজনের বিরুদ্ধে আইসিসিতে লিখিত অভিযোগ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, বুধবার আনুষ্ঠানিক অভিযোগ জানিয়ে মেইল করেছে বিসিসিআই। সাহেবজাদা ও রউফ যদিও অভিযোগ অস্বীকার করেছেন। ওই ম্যাচের ম্যাচ রেফারি ছিলেন অ্যান্ডি পাইক্রফট।

তবে শুনানি হতে পারে টুর্নামেন্টের অন্য ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে। সুপার ফোর পর্বের ম্যাচটিতে ফিফটি করার পর ব্যাটকে বন্দুকের মতো ধরে গুলি করার মতো ভঙ্গি করেন ফারহান। যেটিকে মনে করা হচ্ছে, ভারত-পাকিস্তান যুদ্ধের দিকে ইঙ্গিত। আর রউফের ঘটনা সীমানার দিকে ফিল্ডিংয়ের সময়। দর্শকদের একটি অংশের দিকে দেখিয়ে তিনি হাত দিয়ে ইঙ্গিত করেন, বিমান উড়তে উড়তে হুট করে ভূপাতিত হয়ে যাচ্ছে। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত করার পাকিস্তানের যে দাবি, সেটির দিকেই ইঙ্গিত মনে করা হচ্ছে পাকিস্তানি পেসারের এই অঙ্গভঙ্গিকে। এ ছাড়া বোলিংয়ে উইকেট নেওয়ার পরও বিমান ওড়ার মতো ভঙ্গি করেন রউফ এবং দুই হাতে আঙুলে ৬ সংখ্যাটি দেখান। যেটিকে মনে করা হচ্ছে, ভারতের ছয়টি যুদ্ধবিমান ধ্বংস করার দাবির দিকে ইঙ্গিত। তাদের এই শারীরিক ভঙ্গি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

আলোচনা-সমালোচনাও হয়েছে বিস্তর। পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে দুই ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে এমনিতেই উত্তপ্ত পরিস্থিতি দুই দেশে। সেটি নিশ্চিতভাবেই আরও নতুন করে উসকে দেবে ভারতের এই অভিযোগ। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ জানিয়েছে বলে পাকিস্তানের নানা সংবাদমাধ্যমে উঠে এসেছে। যদিও সেটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি এখনো। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের পর ভারতীয় অধিনায়ক জয়টি উৎসর্গ করেন তার দেশের সশস্ত্র বাহিনীকে এবং পেহেলগাম হামলায় আক্রান্তদের ও তাদের পরিবারের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। পাকিস্তানের বোর্ডের মতে, ক্রিকেট মাঠে ‘রাজনৈতিক’ মন্তব্য করেছেন ভারতীয় অধিনায়ক।