১৮ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও রয়েছে। তিনটি ওয়ানডে ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, গতকাল সকাল ১০টা থেকে প্রথম ওয়ানডের টিকিট বিক্রি শুরু হয়েছে। ক্রিকেট-ভক্তরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিট কিনতে ভিজিট করতে হবে বিসিবির নির্ধারিত ওয়েবসাইটে। এ ছাড়া এড়ইঈইঞরপশবঃ অ্যাপ ব্যবহার করে মোবাইল ফোন থেকেই টিকিট কেনা যাবে। বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের দাম প্রকাশ করেছে বিসিবি। যেখানে ইস্টার্ন গ্যালারিতে বসে সর্বনিম্ম ৩০০ টাকায় খেলা দেখার সুযোগ রাখা হয়েছে।
টিকিটের দাম
ক্লাব হাউস-দক্ষিণ (শহিদ মুশতাক স্ট্যান্ড) : ৮০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি-উত্তর (মিডিয়া ব্লক) : ১৫০০ টাকা
শহিদ আবু সাইদ স্ট্যান্ড : ৪০০ টাকা
ইস্টার্ন গ্যালারি : ৩০০ টাকা
নর্দার্ন গ্যালারি : ৪০০ টাকা
ক্লাব হাউস-উত্তর (শহিদ জুয়েল স্ট্যান্ড) : ৮০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি-দক্ষিণ (করপোরেট ব্লক) : ১৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) : ২৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) : ২৫০০ টাকা
ইন্টারন্যাশনাল লাউঞ্জ-দক্ষিণ (করপোরেট ব্লক) : ৩৫০০ টাকা
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন