রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০২:১৩ এএম

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ

হৃদয়-মাহিদুলের ব্যাটে বাংলাদেশের লড়াই

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০২:১৩ এএম

হৃদয়-মাহিদুলের ব্যাটে  বাংলাদেশের লড়াই

দুই বছর পর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে গতকাল মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট। দীর্ঘ বিরতিতে মিরপুরের উইকেট নতুন করে তৈরি করেছে বিসিবি। অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংয়ের তত্ত্বাবধানে বানানো হয় কালো মাটির উইকেট। ম্যাচের আগে এই উইকেট রহস্য ছড়াচ্ছিল। গতকাল এই উইকেটে খেলতে নেমে শুরুর দিকে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দলীয় ৭৯ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকেরা। উইকেট ধরে রেখে খেললেও সেভাবে রান তুলতে পারেননি টাইগার ব্যাটসম্যানরা। বিবর্ণ ব্যাটিংয়ের দিন মিরপুরের কালো মাটির উইকেটে লড়লেন তাওহিদ হৃদয়। আর অভিষেকে আলো ছড়ালেন মাহিদুল ইসলাম অঙ্কন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ক্যারিয়ারের ১১তম ফিফটি পূর্ণ করতে ৮৭ বল খেলেন হৃদয়। তিনটি চারে বাউন্ডারি থেকে মাত্র ১২ রান পান। ফিফটি পূর্ণ করতে বাকি ৩৮ রান দৌড়ে নিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। এর আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ৫৬ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। হৃদয়ের ব্যাটিং নৈপুণ্যে লড়াই করার মতো ভালো পুঁজি পায় বাংলাদেশ। তাকে সঙ্গে ভালো জুটির আভাস দিয়েছিলেন অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন। কিন্তু ফিফটি করেই আউট হন হৃদয়। তবে বাংলাদেশের জার্সি গায়ে প্রথম ওয়ানডে খেলতে নেমে ব্যাটিংয়ে নৈপুণ্য দেখানোর সর্বোচ্চ চেষ্টা করেছেন মাহিদুল। মূলত মিডল অর্ডারের ধস থামাতে তাকে ওয়ানডে দলে নেওয়া হয়েছে। অভিষেক ম্যাচে ৪৬ রান করে আউট হন মাহিদুল। হৃদয় ও মাহিদুলের ব্যাটেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে লড়াই করে বাংলাদেশ। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আরও বেশ কিছু ঘটনা ঘটেছে। তা হলো ওপেনিংয়ে সৌম্য সরকার: ওয়ানডে ক্রিকেটে উদ্বোধনীতে সমাধান মিলছে না। অভিজ্ঞ সৌম্য সরকারকে দলে ফিরিয়েও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে সুফল পায়নি বাংলাদেশ। সাইফ হাসানের সঙ্গে সৌম্য সরকার ওপেনিংয়ে নামেন। সাইফ ৩ আর সৌম্য করেন ৪ রান। এর আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের উদ্বোধনীতে তানজিদ হাসান তামিম, নাঈম শেখকে খেলানো হয়েছিল। কিন্তু ব্যর্থ হয়েছেন তারা। এবার হাল ধরতে পারেনি সৌম্য ও সাইফ।

৮২ বলে বাউন্ডারি নেই:

২১.৫ ওভার থেকে ৩৫.৩ ওভার পর্যন্ত ম্যাচে ব্যাটিংয়ের সময় কোনো বাউন্ডারি পায়নি বাংলাদেশ। মাহিদুল ইসলাম সেই ডেডলক ভাঙেন। বাঁহাতি স্পিনার মোতির বলে সুইপ করে ৮২ বল পর বাউন্ডারি মারেন মাহিদুল।

একাদশে রদবদল:

আফগানিস্তান সিরিজে ভরাডুবির পর বাংলাদেশ দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেক হলো সিরিজের প্রথম ম্যাচেই। তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে ক্যাপ পরিয়ে দিয়েছেন সাইফ হাসান। এ ছাড়া দীর্ঘদিন পর একাদশে ফেরেন সৌম্য সরকার। দলে জায়গা হারান শামীম হোসেন পাটোয়ারী। এ ছাড়া দলে জায়গা হয়নি মোহাম্মদ নাঈম শেখ ও নাহিদ রানাদের। একাদশে ফেরেন দুই অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। অন্যদিকে, তিনজন করে পেসার ও স্পিনার নিয়ে ভারসাম্যপূর্ণ একাদশ সাজায় শাই হোপের ওয়েস্ট ইন্ডিজ।

গ্যালারিতে দর্শকখরা:

আফগানিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার প্রভাব পড়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও। মাত্র তিন দিনের ব্যবধানে নতুন সিরিজ খেলতে নামে বাংলাদেশ। কিন্তু মাঠে হয়নি প্রত্যাশিত দর্শকসমাগম। দুপুর দেড়টায় ম্যাচ শুরু হয়েছে। এই সময়টাও গ্যালারিতে দর্শকের উপস্থিতি কম হওয়ার কারণ হতে পারে। এর আগে সবশেষ পাকিস্তানের বিপক্ষে মিরপুরে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। তখনো হোম অব ক্রিকেটে দর্শকের মধ্যে বেশ আগ্রহ দেখা গিয়েছিল। কিন্তু এবার সিরিজের শুরুতে শের-ই-বাংলার গ্যালারিতে দর্শকখরা দেখা যায়। মাঠে দর্শকের পুরোনো কোলাহল ফেরাতে পারবে কেবল ক্রিকেটারদের ভালো পারফরম্যান্স।

রূপালী বাংলাদেশ

Link copied!