চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে গোল উৎসব করেছে দলগুলো। এর মধ্যে বড় জয় পেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে তারা ৬-১ গোলে হারায় অলিম্পিয়াকোসকে। তরুণ মিডফিল্ডার ফারমিন লোপেজ দুর্দান্ত এক হ্যাটট্রিক উপহার দেন। মার্কাস রাশফোর্ড করেন জোড়া গোল। আর তাতেই কোচ হান্সি ফ্লিকের দল বার্সা বড় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে। একই রাতে অপর ম্যাচে চ্যাম্পিয়নস লিগে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন আর্লিং হালান্ড। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে তিনি শুধু ম্যানচেস্টার সিটিকে এগিয়েই নিলেন না, একই সঙ্গে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১২ ম্যাচে গোল করে ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড। এই ম্যাচে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে প্রত্যাশিত জয় পেয়েছে কোচ পেপ গার্দিওলার দল সিটি। দলের হয়ে অপর গোলটি করেন বার্নার্দো সিলভা।
চ্যাম্পিয়নস লিগে পিএসজি এবং লা লিগায় সেভিয়ার কাছে হারের পর ঘরোয়া লিগে জিরোনার বিপক্ষে জিতে ফর্মে ফিরেছিল বার্সেলোনা। এবার ইউরোপ সেরা মঞ্চেও সেই ছন্দ বজায় থাকল। অলিম্পিয়াকোস শুরুতে আক্রমণ শাণালেও সপ্তম মিনিটেই লোপেজের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। এরপর ৩৮ মিনিটে দ্রো ফের্নান্দেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান লোপেজ। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য নাটকীয়তা আসে। ৫০ মিনিটে এরিক গার্সিয়ার হ্যান্ডবলে পেনাল্টি পায় অলিম্পিয়াকোস এবং এল কাবি স্পট কিক থেকে ব্যবধান কমান। কিন্তু চার মিনিট পরই মার্ক কাসাদোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার সান্তিয়াগো। ফলে ১০ জনের দলে পরিণত হয় গ্রিক দলটি।
একজন কম থাকার সুযোগে অলিম্পিয়াকোসকে পুরোপুরি চেপে ধরে বার্সেলোনা। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লামিনে ইয়ামাল। এরপর মাত্র দুই মিনিটের ব্যবধানে আরও দুবার প্রতিপক্ষের জালে বল পাঠায় বার্সেলোনা। ৭৪ মিনিটে আলেহান্দ্রো বালেদর ছোট পাস থেকে গোল করেন রাশফোর্ড। মিনিটখানেক পরই জোরালো হাফ ভলিতে হ্যাটট্রিক পূরণ করেন ফারমিন লোপেজ। ম্যাচের শেষ দিকে ৭৯ মিনিটে পেদ্রির বাড়ানো বলে দারুণ দক্ষতায় নিজের দ্বিতীয় এবং দলের ষষ্ঠ গোলটি করেন রাশফোর্ড। এই জয়ে তিন ম্যাচে দুই জয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৬।
এদিকে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই হল্যান্ড গোলের সুযোগ তৈরি করেন এবং সপ্তদশ মিনিটে ডান দিক থেকে রিকো লুইসের পাস থেকে প্রথম ছোঁয়ার শটে গোলরক্ষককে পরাস্ত করেন নরওয়েজিয়ান তারকা। এই গোলের মাধ্যমে এবারের চ্যাম্পিয়নস লিগে হল্যান্ডের গোলের সংখ্যা দাঁড়াল ৪ এবং তিনি রোনালদোর টানা ১২ ম্যাচে গোলের রেকর্ড স্পর্শ করলেন। জাতীয় দল এবং ক্লাবের জার্সিতে এই ১২ ম্যাচে তার মোট গোল ২৪টি। হালান্ডের গোলের পর ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বার্নার্দো সিলভা। স্যাভিনহোর ক্রস থেকে হেডে গোলটি করেন এই পর্তুগিজ মিডফিল্ডার। বল দখলে পিছিয়ে থাকলেও ভিয়ারিয়াল আক্রমণে প্রায় সমান চেষ্টা চালায়, তবে কাজের কাজটি করতে পারেনি তারা। এই জয়ের পর তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি আপাতত তালিকার পঞ্চম স্থানে উঠেছে। গোল পার্থক্যে এগিয়ে থেকে চারে আছে বরুশিয়া ডর্টমুন্ড। আর পিএসজি, আর্সেনাল ও ইন্টার মিলানের পয়েন্ট সমান ৯ করে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন