বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ১২:৫৯ এএম

এএফসি চ্যালেঞ্জ লিগ

ভালো কিছু উপহার দেবে কিংস: ইমরুল হাসান

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ১২:৫৯ এএম

ভালো কিছু উপহার দেবে কিংস: ইমরুল হাসান

এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বসুন্ধরা কিংস। আগামী শনিবার কুয়েতে টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা শুরু হবে। চ্যালেঞ্জ লিগের ম্যাচ নিয়ে বেশ আত্মবিশ^াসী বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। তিনি আশা করছেন, এবার দল ভালো কিছুই দেশকে উপহার দেবে।

ঘরোয়া ফুটবল লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন কিংস। গত মঙ্গলবার চ্যালেঞ্জ লিগ খেলতে কুয়েতে গেছে দলটি। এএফসি মিশনের আগে ক্লাবের প্রেসিডেন্ট ইমরুল হাসান জানিয়েছেন, দলের প্রতি পূর্ণ আস্থা রয়েছে তার। এবার চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস পড়েছে ‘বি’ গ্রুপে। স্বাগতিক আল কুয়েত ছাড়াও গ্রুপে রয়েছে ওমানের ক্লাব আল সীব এবং লেবাননের ঐতিহ্যবাহী ক্লাব আল আনসার এফসি। এবারের মিশনের জন্য নতুন তিন বিদেশি খেলোয়াড়কে দলে নিয়েছে কিংস; ফর্টিস এফসির গাম্বিয়ান দুই ফুটবলার পা ওমর বাবু ও ইসা জেল্লো এবং নাইজেরিয়ান ফরোয়ার্ড অনিয়েকাচি ওকাফোর। ক্লাব প্রেসিডেন্ট ইমরুল হাসান মনে করেন, এবার একটি ভারসাম্যপূর্ণ দল গঠিত হয়েছে। তিনি বলেন, ‘আমরা এবার স্থানীয় ও বিদেশি মিলিয়ে মোটামুটি ভারসাম্যপূর্ণ একটি দল গড়েছি। ফর্টিস থেকে তিনজন বিদেশি খেলোয়াড় নিয়েছি। সব মিলিয়ে কম্বিনেশন ভালো হয়েছে। আমরা আশা করছি, দল এবার ভালো কিছু উপহার দেবে।’ কিংসের ডাগআউটে রয়েছেন আর্জেন্টাইন কোচ রবার্তো কার্লোস মারিও গোমেজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে মৌসুমের শুরুটা ভালো না হলেও শেষ ম্যাচে ফর্টিসের বিপক্ষে জয়ে আত্মবিশ^াস ফিরে পেয়েছে দল। ইমরুল হাসানের বিশ^াস, এই জয় খেলোয়াড়দের মানসিকভাবে আরও চাঙা করবে। কোচকে নিয়ে তিনি বলেন, ‘একজন কোচকে মূল্যায়ন করতে সময় লাগে।

তবে এখন পর্যন্ত তার কাজ দেখে আমি সন্তুষ্ট। তিনি দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন, খেলোয়াড়দের ভালোভাবে বুঝতে পেরেছেন। আমার বিশ^াস, সামনে আরও ভালো কিছু উপহার দিতে পারবেন।’ অন্যদিকে, দীর্ঘদিন ধরে নিরাপত্তাজনিত কারণে নিজেদের মাঠে আন্তর্জাতিক ফুটবল আয়োজন করতে পারছে না আফগানিস্তান। এবার প্রথমবারের মতো তারা নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনাকে আফগানিস্তানের ‘হোম ভেন্যু’ হিসেবে চূড়ান্ত করা হয়েছে। আফগানিস্তানের অনুরোধে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগামী ১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচটি বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিশ্চিত করে ইমরুল হাসান বলেন, ‘হ্যাঁ, আফগানিস্তান ও মিয়ানমারের ম্যাচ বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে।

আফগানিস্তানে অস্থিতিশীল পরিস্থিতির কারণে তারা বিকল্প মাঠ খুঁজছিল। বাংলাদেশে সেদিন জাতীয় দলের ম্যাচ থাকায় বঙ্গবন্ধু স্টেডিয়াম ব্যবহার সম্ভব হয়নি। তাই কিংস অ্যারেনাই তাদের হোম ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে।’ এবারের ট্রান্সফার উইন্ডোতেও আলোচনায় আছে বসুন্ধরা কিংস। ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা প্রবাসী ফুটবলার কিউবা মিচেলকে দলে নিয়েছে তারা। তবে তাকে আরও পরিশ্রম করতে হবে বলে মনে করেন ইমরুল হাসান। তিনি বলেন, ‘কিউবা মিচেলকে আরও একটু কঠোর পরিশ্রম করতে হবে। তার ভালো করার সুযোগ আছে। ঢাকার লিগ আমরা যতটা সহজ ভাবি, আসলে তা অনেক কঠিন।’

রূপালী বাংলাদেশ

Link copied!