সম্প্রীতি আর সৌহার্দ্য বাড়াতে আরও একবার প্রীতি ফুটবল ম্যাচ খেলছেন দেশের উপদেষ্টা ও ঢাকাস্থ বিদেশি কুটনীতিকরা। শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচ ৩-০ গোলে জিতে নিয়েছেন কুটনীতিকরা।
বেলা পাঁচটায় একে একে স্টেডিয়ামে প্রবেশ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলামসহ অন্যরা। লাল জার্সি পড়ে মঠে নামেন তারা। অন্যদিকে নীল জার্সিতে খেলেন কুননৈতিকরা। খেলা শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেণ, ‘আগে কুটনৈতিকদের সঙ্গে খেলায় আমরা জিতেছিলাম। এবার তারা জয় পেয়েছে। কারন ম্যাচটি আমরা খুবই হালকাভাবে নিয়েছিলাম। আমরা কোন অনুশীলন করিনি। তৃতীয় ম্যাচ হবে ডিসেম্বরে।’ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘এটা হচ্ছে কুটনৈতিকদের সঙ্গে সম্পর্ক সুন্দর করার প্রীতি ম্যাচ। অফিসের কাজের বাইরে আমরা নিয়মিত শরীর চর্চার জন্য খেলছি। আগের ম্যাচে হারায় এবার তারা সিরিয়াস ছিল। তাই জিতেছে।’ বাফুফের বর্তমান কমিটির এক বছরে শতভাগ সাফল্য আখ্যা দিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘ফুটবল যে পর্যায়ে ছিল, তা পরের এক বছরে যাচাই করার বিষয় নয়। তবে বাফুফে ও মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ফুটবলে ক্রেজ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। দর্শকদের ভালবাসা আমরা ফিরিয়ে আনতে পেরেছি। খেলাও অনেক উন্নত হয়েছে। সাফল্য আসতে সময়ের প্রয়োজন। যা করতে পেরেছে তাতে এক বছরে বাফুফের সফলতাই বলা যায়।’

