নারী ক্রিকেট দলের হাত ধরেই প্রথম এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার বিশ^কাপেও ছেলেদের আগে মেয়েরা শিরোপা জিতবে বলে মনে করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পুরুষ ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছে বাংলাদেশ। সবশেষ কয়েকটি সিরিজে হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছে টাইগাররা। এই সিরিজ জিতে রেটিং পয়েন্ট বাড়লেও র্যাঙ্কিংয়ে পরিবর্তন আসেনি। একই সময়ে নারী ক্রিকেটেও বাংলাদেশের সময়টা সুখকর নয়। এই পরিস্থিতিতে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে ধৈর্য ধরার আহ্বান জানালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
লাল-সবুজের জার্সিতে ছেলেদের আগে মেয়েরাই বিশ^কাপে চ্যাম্পিয়ন হবে বলেও মনে করেন তিনি। বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের ওপর বিশ^াস রাখেন, আমরা বাংলাদেশ ক্রিকেটকে এমন উচ্চতায় নিয়ে যাব ইনশাআল্লাহ, যাতে বাংলাদেশ ক্রিকেট নিয়ে গর্ব করতে পারি।’ ভালো ক্রিকেটার বানানোর পাশাপাশি ভালো নাগরিকও গড়ে তুলতে চান বুলবুল, ‘বাংলাদেশে আমরা শুধু ক্রিকেটার তৈরি করব না, আমরা ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশে ভালো নাগরিক তৈরি করব।’
পুরুষ দলের পাশাপাশি নিগার সুলতানা জ্যোতিদের পারফরম্যান্সও হতাশাজনক। চলমান নারী বিশ^কাপে বেশ কয়েকটি ম্যাচে জয়ের সুযোগ তৈরি করেও জিততে পারেনি জ্যোতির দল। ফলে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করা আসরের প্রথম ম্যাচই তাদের একমাত্র সান্ত¡না। পরবর্তী পাঁচ ম্যাচেই বাংলাদেশ টানা পরাজিত হয়েছে। তবে নারী দলের প্রতি প্রত্যাশা আরও অনেক বেশি বুলবুলের। ছেলেদের আগে বাংলাদেশ নারী দল শিরোপা জিতবে বলেও প্রত্যাশা বিসিবি সভাপতির, ‘অবশ্যই ছেলেদের ক্রিকেট ভালো করবে। তবে আমার মনে হয় ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। চলমান বিশ^কাপে ছোট ছোট ভুল না করলে হয়তো আমাদের আজকে পাঁচটা জয় হতো, সেমিফাইনাল খেলার মতো একটা দল হতে পারতাম। আমরা ভুল থেকে শিখছি। আমরা আপনাদের নিরাশ করব না।’

