ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

আফগানিস্তানের বিপক্ষে খেলবেন হামজা-শমিত!

মাঠে ময়দানে প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০২:৪৮ এএম

আগামী ১৩ নভেম্বর ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ রয়েছে বাংলাদেশের। আসন্ন আফগানিস্তান ও ভারত ম্যাচ সামনে রেখে আগামী ৩০ অক্টোবর জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হবে। ভারত ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচেও তারকা ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোমের খেলার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে এ দুই ফুটবলারের ক্লাব থেকে চূড়ান্ত ছাড়পত্রের জন্য যোগাযোগ করছে বাফুফে। এশিয়ান কাপে বাছাইপর্ব থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হলেও ভারত ম্যাচের গুরুত্ব ভিন্ন। মর্যাদা ও উন্মাদনার দিক থেকে বছরের যেকোনো ম্যাচের চেয়ে এই ফুটবল লড়াই এগিয়ে থাকবে। এই ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেবে কোচ হাভিয়ের কাবরেরার দল। বাফুফে জাতীয় দল ব্যবস্থাপনা এবং কম্পিটিশনস কমিটির সদস্য ইকবাল হোসেন নিশ্চিত করেছেন, আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন হামজা চৌধুরী।

তার ক্লাবের সঙ্গে এ বিষয়ে আলোচনা শেষ হয়েছে। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ বাছাইপর্বের ম্যাচের জন্য হামজা ও শমিতের খেলা নিশ্চিত হলেও টিম কম্বিনেশনের জন্য টিম ম্যানেজমেন্ট আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচেও দুই তারকাকে চাইছে। লেস্টার সিটি ঝুঁকি এড়াতে হামজাকে আগের প্রীতি ম্যাচে খেলার অনুমতি দেয়নি। তবে বর্তমানে তিনি সম্পূর্ণ ফিট আছেন এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিকে নিজের প্রস্তুতি হিসেবে দেখছেন। বসুন্ধরা কিংসের ফুটবলাররা এএফসি মিশনে কুয়েতে থাকায় তারা পরে দলে যোগ দেবেন। হেড কোচও শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন।

এদিকে, আরচারি ফেডারেশনের সঙ্গে ভেন্যু জটিলতা কাটাতে দফায় দফায় মিটিং করতে হচ্ছে বাফুফেকে। ১৪ নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়াম এশিয়ান আরচারির জন্য বরাদ্দ থাকায় ১৩ তারিখের আফগানিস্তান ম্যাচের জন্য ভেন্যু নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে দুই পক্ষের সমন্বয়ের মাধ্যমে এই জটিলতা সমাধানের সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ও মিয়ানমারের বিপক্ষে ম্যাচ খেলতে ১০ নভেম্বর ঢাকায় আসবে আফগানিস্তান দল।