ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচও জিতল নিউজিল্যান্ড। এ ম্যাচে ইংলিশদের ৫ উইকেটে হারাল তারা। এতে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করল কিউইরা। শুধু তাই নয়, ওয়ানডে ক্রিকেটে ১২ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ কীর্তি গড়ল নিউজিল্যান্ড। আর ঘরের মাঠে ১৭ বছর পর ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে হারাল তারা।
হ্যামিল্টনে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ৩৬ ওভারে ১৭৫ রানে অলআউট হয়। নিউজিল্যান্ড এই রান তাড়া করে ৩৩.১ ওভারে ৫ উইকেট হারিয়ে। ইংল্যান্ডের ওয়ানডেতে বাজে সময় কাটছেই না। ২০২৩ বিশ^কাপের পর ২৫ ম্যাচে এটা ইংল্যান্ডের ১৭তম হার। তবু এই ম্যাচে ইংল্যান্ডের একটি প্রাপ্তি আছে, সেটি হলো জফরা আর্চারের বোলিং। ১৭৬ রানে ব্যাটিং করতে নেমে শুরুতেই আর্চারের তোপে পড়ে নিউজিল্যান্ড। প্রথম ওভারেই ওপেনার উইল ইয়াংকে শূন্য রানে ফেরান আর্চার। ইয়াংকে ফেরানোর পর তিনি আউট করেন রাচিন রবীন্দ্র ও মাইকেল ব্রেসওয়েলকে। ১০ ওভারে ৪ মেডেনে মাত্র ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন আর্চার। ৬০ বলের মধ্যে ৫১টিই দেন ডট। তবে জয়ের জন্য এটি কাজে আসেনি। রবীন্দ্রর ৫৪, ড্যারিল মিচেলের ৫৬ রানের পর মিচেল স্যান্টনারের ১৭ বলে ৩৪ রানের ইনিংসে সহজেই জেতে নিউজিল্যান্ড। টসে হেরে ব্যাটিং করতে নেমে এদিনও শুরু থেকেই উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ৮১ রান তুলতেই ৫ উইকেট পড়ে ইংল্যান্ডের। একে একে ফেরেন বেন ডাকেট, জেমি স্মিথ, জো রুট, জ্যাকব বেথেল ও জস বাটলার। তাদের মধ্যে সর্বোচ্চ ২৫ রান আসে রুটের ব্যাট থেকে। ৫ উইকেট পড়ার পরও ইংলিশ সমর্থকেরা বড় সংগ্রহের স্বপ্ন হয়তো দেখেছেন। কারণ, তখনো উইকেটে ছিলেন অধিনায়ক হ্যারি ব্রুক। তবে গত ম্যাচের সেঞ্চুরিয়ান ব্রুক আর গতকাল বড় ইনিংস খেলতে পারেননি। আউট হয়েছেন ৩৪ রান করে। দলীয় ১০৫ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হন ব্রুক। শেষ দিকে জেমি ওভারটনের ৪২ রানের ইনিংসে ৩৬ ওভারে ১৭৫ রানে অলআউট ইংল্যান্ড। নিউজিল্যান্ড পেসার ব্লেয়ার টিকনার ৩৪ রানে নেন ৪ উইকেট। তার হাতেই উঠেছে ম্যাচ-সেরার পুরস্কার।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন