বিপিএল স্পট ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। এই প্রতিবেদন পাওয়ার পর বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করেছে যে, তদন্তে কেউ দোষী প্রমাণিত হলেও মানবিক দিক বিবেচনা করে অভিযুক্তদের নাম জনসমক্ষে প্রকাশ করা হবে না। তবে ভেতরে ভেতরে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করে তাদের ক্রিকেট খেলা থেকে বিরত রাখা হবে। ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি। চূড়ান্ত প্রতিবেদনে নাম আসা অভিযুক্তদের তালিকা প্রকাশ করা হবে কি নাÑ এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন, ‘এই মুহূর্তে প্রকাশ করার মতো পরিস্থিতিতে আমরা নেই। কিন্তু ইভেনচুয়ালি করব।’ পরে বিসিবির সহসভাপতি শাখাওয়াত হোসেন বোর্ডের অবস্থান আরও পরিষ্কার করেন। তিনি জানান, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করেই অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হবে। তিনি বলেন, ‘দেখুন, প্রত্যেকের ব্যক্তিগত পরিচয় এবং এটা একান্ত একটা ব্যক্তিগত বিষয়, গোপনীয় বিষয়।
সুতরাং আমাদের কমিটিটা ওরা চার্জ ফ্রেম করলে সেটা ভেতরে ভেতরে যোগাযোগ করা হবে। কোনো মিডিয়া বা পাবলিকলি কারও নাম আসবে না। কিন্তু হয়তো যে অভিযুক্ত ইনডিভিস্যুয়াল সে জানবে শুধু।’ তবে বিসিবির সহসভাপতি কঠোরভাবে নিশ্চিত করেন, যাদের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হবে, তারা আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিতে পারবেন না। এ ছাড়া তিনি বোর্ডের ক্ষমতার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, ‘দেখুন, ওই ক্ষমতা কিন্তু বোর্ডের নেই কারও নাম প্রকাশ করার।
যখন সে খেলতে পারবে না, আপনারা বুঝবেন, সবাই বুঝবে। আমরা কিন্তু আদালত না। আপনাদের এটা বুঝতে হবে এবং তাদের প্রত্যেকের ব্যক্তিগত অধিকার আছে, হিউম্যান রাইটস আছে। সুতরাং একটা নির্দিষ্ট খেলা নিয়ে সে যদি কোনো কিছু করে থাকে এবং অভিযোগ প্রমাণিত হয়, সে ক্ষেত্রে তাকে খেলা থেকে দূরে রাখা হবে। নাম প্রকাশ করে এটা নিয়ে আমাদের হেয় করার কিছু নেই।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন