ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

বিওএর নির্বাচন কমিশন গঠন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৪:১৪ এএম

আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন। একই দিনে অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারণ সভাও (এজিএম)। এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত হবে কক্সবাজারে। নির্বাচন উপলক্ষে তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে সোমবারের কার্যনির্বাহী কমিটির সভায়। বিওএর সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকায় কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিওএর সহসভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। বিওএর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার বিকেএসপির সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালেহীন মনোয়ার। কমিশনের দুই সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য তাহমিনা রহমান। এ ছাড়া সভায় সিদ্ধান্ত হয় যে, কার্যনির্বাহী কমিটির নির্বাচন বিওএর বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিওএ কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে বিভিন্ন ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সংস্থা থেকে পাওয়া কাউন্সিলরদের তালিকা নিশ্চিত করা হয়।