বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০২:২০ এএম

র‌্যাঙ্কিংয়ে তানজিদের অভাবনীয় উন্নতি

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০২:২০ এএম

র‌্যাঙ্কিংয়ে তানজিদের  অভাবনীয় উন্নতি

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন তরুণ ওপেনার তানজিদ হাসান। তার দুর্দান্ত পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়েও। ব্যাটসম্যানদের তালিকায় লম্বা লাফ দিয়েছেন বাংলাদেশ ওপেনার। বোলারদের মধ্যে উন্নতি করেছেন শেখ মেহেদি হাসান ও তানজিম হাসান। পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করা হয়েছে। এতে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে ২০ ধাপ এগিয়েছেন তানজিদ। ক্যারিয়ার সেরা ১৭তম স্থানে আছেন তিনি। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনিই এখন সবার ওপরে। বোলারদের তালিকায় ৬ ধাপ এগিয়ে যৌথভাবে ১৭তম স্থানে আছেন মেহেদি। তিন ধাপ এগিয়ে ৩৪তম স্থানে তানজিম।

ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনটি করে ছক্কা-চারে ৪৮ বলে ৬১ রান করেন তানজিদ। শেষ ম্যাচে ৪ ছক্কা ও ৯ চারে ৬২ বলে ক্যারিয়ার সেরা ৮৯ রানের ইনিংস খেলেন তিনি। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আগের মতো সবার ওপরে ভারতের অভিষেক শর্মা। দুই ধাপ এগিয়ে পাকিস্তানের বাবর আজমের সঙ্গে যৌথভাবে ৩০ নম্বরে শুবমান গিল। বাবরের উন্নতি ৯ ধাপ। সাইম আইয়ুব ১০ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে। তার সতীর্থ সালমান আলি আগার অগ্রগতিও ১০ ধাপ, আছেন ৫৪ নম্বরে। সমান ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস আছে ৫৭তম স্থানে। ১০২ ধাপ এগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আকিম ওগিস (৮৩তম)! ৩২ ধাপ উন্নতি করে তার পরেই আলিক আথানেজ। আমির জাঙ্গুর অগ্রগতি ২৭ ধাপ, অবস্থান ৮৭তম। বোলারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই চূড়ায় ভারতের ভারুন চক্রবর্তী। ২ ধাপ এগিয়ে দশম স্থানে অস্ট্রেলিয়ার জশ হেজলউড। ৩ ধাপ উন্নতি করেছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি (১৩তম)। ১৩ ধাপ এগিয়ে তার পরেই আছেন আফগানিস্তানের মুজিব উর রহমান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৪ ওভারে স্রেফ ১৮ রান দিয়ে একটি উইকেট নেন মেহেদি। আর দ্বিতীয় ম্যাচ খেলা তানজিম ছিলেন উইকেটশূন্য। দুই ম্যাচে ৫ উইকেট নেওয়ার পরও রিশাদ হোসেনের অবনতি দুই ধাপ, অবস্থান ২৬তম। এক ধাপ পিছিয়ে ৩০ নম্বরে নাসুম আহমেদ। বাংলাদেশের বোলারদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে মোস্তাফিজুর রহমান, এক ধাপ নিচে নেমে আছেন দ্বাদশ স্থানে। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন সাইম আইয়ুব। ৩ ধাপ এগিয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজা উঠে এসেছেন দুইয়ে। ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেইসের উন্নতি ৬ ধাপ, আছেন তিনে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!