আগামী বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি পাকিস্তানের তিনটি শহরে ১৪তম সাউথ এশিয়ান (এসএ) গেমস হওয়ার কথা ছিল। কিন্তু আগামী বছর হচ্ছে না দক্ষিণ এশিয়ার অলিম্পিক হিসেবে খ্যাত এই গেমস। সেটি এখন পিছিয়ে ২০২৭ সালের নভেম্বরে পুনর্নির্ধারিত হতে যাচ্ছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ফেডারেশনগুলোকে এসএ গেমস কর্তৃপক্ষ এ-সংক্রান্ত একটি ই-মেইল করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, বাহরাইনে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভায় দুটি সিদ্ধান্ত হয়েছে। প্রথমত, ৩০ নভেম্বরের মধ্যে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে জানাবে ২০২৬ সালের জানুয়ারিতে এসএ গেমস অনুষ্ঠিত হচ্ছে না। দ্বিতীয়ত, ৩০ ডিসেম্বরের মধ্যে আরেক দফা জানাবে ২০২৭ সালের নভেম্বরে পাকিস্তান গেমস আয়োজন করতে পারবে কি না। ২০২৬ সালে এসএ গেমস অনুষ্ঠিত হচ্ছে না এটা নিশ্চিত। এক বছর পেরিয়ে পাকিস্তান আদৌ গেমস আয়োজন করতে পারবে কি না, সেটাও সংশয় রয়েছে। পাকিস্তান ডিসেম্বরে যদি কোনো কারণে গেমস আয়োজনে অপারগতা প্রকাশ করে, তখন সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের আবার নতুন করে স্বাগতিক খুঁজতে হবে। পাকিস্তান সর্বশেষ ২০০৪ সালে ইসলামাবাদে এসএ গেমস আয়োজন করেছিল।
এসএ গেমসের অলিখিত সংস্কৃতি কয়েক দফা পেছানো। গেমস শুরুর আগে রেজিস্ট্রেশন ও অনেক কর্মকা- থাকে। পাকিস্তান এসএ গেমসের কোনো আনুষ্ঠানিকতাই শুরু হয়নি। সেই আলোকে ২০২৬ সালের জানুয়ারিতে গেমস আয়োজন হচ্ছে না এটা নিশ্চিতই ছিল। সেই গেমস এখন ২২ মাস পিছিয়ে ২০২৭ সালের নভেম্বর মাস নিয়ে আলোচনা হচ্ছে। আন্তর্জাতিক কিংবা বৈশ্বিক মানদ-ে এসএ গেমস তেমন কোনো বড় আসর নয়। তবে বাংলাদেশের ক্রীড়াবিদ ও ক্রীড়াঙ্গনের জন্য এটা সবচেয়ে বড় উপলক্ষ। ২০২৬ সালের জানুয়ারি মাস সামনে রেখে অনেক ফেডারেশন অনুশীলন চলমান রেখেছিল। গেমস দীর্ঘ সময়ের জন্য পিছিয়ে যাওয়ায় এখন অনেক ফেডারেশন ক্যাম্প স্থগিত করতে বাধ্য হবে। দীর্ঘমেয়াদি অনুশীলন করানোর সামর্থ্য অনেক ফেডারেশনের নেই।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন