আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিভাধর অলরাউন্ডার সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে ঘোষণা করল নতুন ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যাম্পস। আবুধাবি টি-টেন লিগে প্রথমবার খেলতে যাচ্ছে এই দল। সাকিবের নেতৃত্বে তারা নিজেদের পরিচয় তৈরি করতে প্রস্তুত। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, সাকিবের অভিজ্ঞতা, কৌশলগত দক্ষতা এবং মাঠে সামর্থ্যই দলের জন্য মূল চালিকাশক্তি হবে। রয়্যাল চ্যাম্পস নতুন দল হলেও তারা খেলোয়াড় নির্বাচন ও প্রস্তুতিতে কোনোরকম ছাড় দেয়নি। অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে যোগ দিয়েছে উদীয়মান প্রতিভা, যার ফলে একটি ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল তৈরি হয়েছে। ভিস্তা রাইডার্সের বিরুদ্ধে ১৯ নভেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলতে নামবে সাকিবের রয়্যাল চ্যাম্পস। সাকিব জানান, ‘রয়্যাল চ্যাম্পসের নেতৃত্ব দেওয়া আমার জন্য গর্বের বিষয়।
এত প্রতিভাবান খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। আমরা ফ্যানদের জন্য উত্তেজনাপূর্ণ, প্রতিযোগিতামূলক এবং স্মরণীয় একটি মৌসুম উপহার দিতে চাই। নতুন দল হিসেবে আমাদের উৎসাহ এবং চেষ্টার মাত্রা অনেক বেশি।’ দলের হেড কোচ কোর্টনি ওয়ালশ জানান, ‘আমরা একটি ভারসাম্যপূর্ণ দল গড়ে তুলেছি, যা টি-টেন ফরম্যাটের দ্রুতগতির খেলায় মানিয়ে নিতে সক্ষম। প্রতিটি খেলোয়াড় জানে তার ভূমিকা এবং দায়িত্ব, যা আমাদের শক্তিশালী শুরু দিতে সাহায্য করবে।’ রয়্যাল চ্যাম্পসের সিইও রাজেশ্রী শেট বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল একটি দল গঠন করা যা দক্ষতা, একতা এবং দৃঢ় সংকল্পের পরিচয় বহন করে। ক্যাম্পে যে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে, তা প্রতিফলিত হবে মাঠের পারফরম্যান্সেও। আমরা আত্মবিশ্বাসী, রয়্যাল চ্যাম্পস তাদের অভিষেক মৌসুমে ক্রিকেট প্রেমীদের মন জয় করবে।’
সাকিব আল হাসানের নেতৃত্বে রয়্যাল চ্যাম্পস শুধু খেলার মান নয়, বরং দলগত একতা, আবেগ এবং শক্তি প্রদর্শন করতে চায়। নতুন দলে যেসব খেলোয়াড় যোগ দিয়েছে, তাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে উচ্চাকাক্সক্ষা এবং অভিষেক মৌসুমে নিজেদের প্রমাণ করার দৃঢ় ইচ্ছা। আবুধাবি টি-টেন লিগ ২০২৫-এ রয়্যাল চ্যাম্পসের এই যাত্রা ক্রিকেট প্রেমীদের জন্য হবে চমক এবং উত্তেজনার উৎস। সাকিবের নেতৃত্বে দলটি লক্ষ্য রাখছে একের পর এক জয়ের মাধ্যমে নিজেদের পরিচয় তৈরি করা এবং লিগে শক্তিশালী দল হিসেবে নিজেদের গড়ে তোলা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন