শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০১:৩৯ এএম

এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ

রৌপ্য পদক জিতল বাংলাদেশ

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০১:৩৯ এএম

রৌপ্য পদক জিতল বাংলাদেশ

এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতল বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামের পর্ব শেষে গতকাল বৃহস্পতিবার থেকে আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার খেলা শুরু হয়েছে। এদিন কম্পাউন্ড মিশ্র দ্বৈতের ফাইনালে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়। স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে ভারতের কাছে ১৫৩-১৫১ স্কোরে (৩৫-৩৯, ৩৯-৩৮, ৩৯-৩৮, ৩৮-৩৮) হেরে রৌপ্য পদক পেয়েছে স্বাগতিকেরা। বাংলাদেশের হয়ে খেলেন বন্যা আক্তার-হিমু বাছাড় জুটি। ভারতের হয়ে লড়েছেন দ্বীপশিখা-অভিষেক ভার্মা জুটি।

এশিয়ান আরচারির সর্বোচ্চ আসরে কম্পাউন্ড ইভেন্ট থেকে এই প্রথম পদক পেল বাংলাদেশ। রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে রৌপ্য হলো দুটি। ২০২১ সালে রিকার্ভ মিশ্র দ্বৈত থেকে প্রথম রৌপ্য পদক পেয়েছিল বাংলাদেশ। সব মিলে এশিয়ান আরচারিতে বাংলাদেশের পদক হলো ৪টি। ২০২১ সালে জেতা তিন পদকের মধ্যে ছিল রিকার্ভ পুরুষ ও মহিলা বিভাগের ব্রোঞ্জ।

পদক জয়ের পর বাংলাদেশের আরচার বন্যা আক্তার বলেন, ‘এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড ইভেন্ট থেকে দেশকে এই প্রথম পদক এনে দিতে পেরেছি, ভালো লাগছে। স্বর্ণপদক হাতছাড়া হয়েছে। আসলে আমরা চেষ্টা করেছি, এখানে ভাগ্যেরও ব্যাপার থাকে। ভাগ্য আজ আমাদের পাশে ছিল না। শুরুতে আমরা একটু খারাপ করেছি, পরে চেষ্টা করলেও পারিনি।’ হিমু বাছাড় বলেন, ‘এই প্রথম আমি এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে খেললাম। আমি আসলে ওই রকম নার্ভাস ছিলাম না। আমার অভিজ্ঞতা একটু কম, শুরুতেই তাই একটু খারাপ হয়ে গেছে। তবে এশিয়ান আরচারিতে আমরা এই প্রথম দেশকে পদক এনে দিতে পারলাম, এটা আমাদের সামনের পথচলায় আত্মবিশ্বাস জোগাবে।’

অন্যদিকে, কম্পাউন্ড মিশ্র দ্বৈতের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ১৫৬-১৫৫ স্কোরে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে চমক দেখিয়েছে কাজাখস্তান। স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে তারা জমজমাট লড়াইয়ের পর ভারতকে হারিয়ে দিয়েছে ২৩০-২২৯ স্কোরে (৫৭-৫৬, ৫৬-৫৮, ৫৮-৫৮, ৫৯-৫৭)। কাজাখস্তানের হয়ে ফাইনালে খেলেন মির্জামেতোভ বুনিয়ুদ, মুসা দিলমুখামেত ও তাইতাইয়ুন আন্দ্রে। এই ইভেন্টে থাইল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে দক্ষিণ কোরিয়া। ২৩৫-২৩৫ সমতার পর টাইব্রেকারে তিন তির ছোড়ার লড়াইয়ে ৩০-২৯ স্কোরে জেতে কোরিয়া। কম্পাউন্ড নারী দলগত বিভাগের স্বর্ণ জিতেছে ভারত। ফাইনালে ২৩৬-২৩৪ স্কোরে (৫৯-৫৯, ৫৯-৫৮-৫৯-৫৯, ৫৮-৫৯) জিতেছে তারা। ভারতের হয়ে খেলেন দ্বীপশিখা, প্রাদীপ প্রিথিকা ও ভেন্নাম জ্যোতি। এই ইভেন্টের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ২২৭-২২৪ স্কোরে হারিয়েছিল ইরান।

 

রূপালী বাংলাদেশ

Link copied!